আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২২

জেলা আ’লীগে চলছে পদের লড়াই

ডান্ডিবার্তা | ১৬ মে, ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলছে সরগরম আলাপ আলোচনা। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে লড়াই। আর এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ডা. আবু জাফর চৌধুরী বিরু। সেই সাথে তাদের এই লড়াইয়ে প্রত্যেকের অতীত রাজনৈতিক ক্যারিয়ারের প্রসঙ্গটিও আলোচনায় চলে আসছে। তবে এ দিক এগিয়ে থাকবেন জাহাঙ্গীর আলম। কারণ তার অতীত রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। বিপরীতে ডা. আবু জাফর চৌধুরী বিরু অনেকদিন ধরেই পিছিয়ে রয়েছেন। একই সাথে রয়েছে তার বিতর্কিত নানা ইতিহাস। দলীয় সূত্র বলছে, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন। গত ৩০ এপ্রিল অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এই কমিটি জমা দেয়া হয়। প্রস্তাবিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে জায়গা করে দেয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. আবু জাফর চৌধুরী বিরু, নাজমুল আলম সজল ও মীর সোহেল।একই সাথে গত ৩ মার্চ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হয়েছে। আর এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ ও অ্যাডভোকেট মফিজ উদ্দিন আহমেদ। আর এই দুই কমিটি জমা দানের মধ্য দিয়ে যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিপরীতমুখী অবস্থান সৃষ্টি হয়েছে। বিশেষ করে ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদটি টিকিয়ে রাখার জন্য দুইগ্রুপই চেষ্টা করে যাচ্ছেন। এতে করে জাহাঙ্গীর আলম ও ডা. আবু জাফর চৌধুরীর অতীত রাজনৈতিক ক্যারিয়ারের প্রসঙ্গটি আলোচনা চলে আসছে। জানা যায়, জাহাঙ্গীর আলম সরকার তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদে শামীম ওসামন ও জাহাঙ্গীর আলম পরিষদের নির্বাচিত জিএস ছিলেন। নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলেন। নারায়ণগঞ্জ শহর যুবলীগের নির্বাচিত সভাপতি ছিলেন। শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রথম স্থান অর্জন করে দায়িত্ব পালন করেন। এদিকে ডা. আবু জাফর চৌধুরী বিরুর ছাত্রজীবনে ছাত্রলীগ করার কোনো ইতিহাস নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজের পড়াকালিন সময়ে কোনোরকম ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তবে সেটার কোনো প্রমাণ নেই। বরং ওই সময়ে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ভগ্নিপতি মিয়া আব্বাস একজন যুদ্ধাপরাধী ছিলেন। ২০১৪ সালের পরে তিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রবেশ করেন। সে সময় তিনি স্বাচিপের পদ লাভ করেন। সেই সূত্র ধরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতেন। তিনি যখন নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রবেশ করেন তখন তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সহযোগিতায় নেন। দিপুর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করতেন। কিন্তু পরবর্তীতে যখন অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বঞ্চিত হন তখন বিরু তার সঙ্গ ছেড়ে দেন। সেই সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সঙ্গ লাভ করেন। বর্তমানে তার সঙ্গে থেকেই জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হাসিলের চেষ্টায় রয়েছেন। এর আগে দীর্ঘ প্রায় ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২৩ অক্টোবর শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সেই সাথে সম্মেলনের শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে আবারও পুনর্বহাল করা হয়েছিলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা