আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৪

গ্যাস সংকটে বিপাকে গৃহিণীরা ঘরে তৈরী হচ্ছেনা খাবার

ডান্ডিবার্তা | ১৬ মে, ২০২৩ | ১:০৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গ্যাস সংকটের সমস্যা নারায়ণগঞ্জে বেশ কয়েক মাস ধরেই চলছে; গত ২ দিন ধরে এই অবস্থা আরো তীব্রতর হয়েছে। এতে বিপাকে পড়েছেন গৃহিণীরা। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটা অচিরেই কেটে যাবে। নারায়ণগঞ্জের দেওভোগের বাসিন্দা শিল্পী বেগম জানান, গ্যাস সংকটের কারণে এখন চুলা জ্বলছে না। তাই রান্না বান্নায় বেশ বেগ পেতে হচ্ছে। রান্না করতে না পেরে সকালে হোটেল থেকে নাস্তা এসেছেন। দেওভোগের মতোই নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, টানবাজার, শীতলক্ষ্যা, নলুয়াপাড়া, কালিরবাজার, আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, চাষাঢ়া, মিশনপাড়া, ডনচেম্বার, খানপুর, তল্লাসহ ফতুল্লার মাসদাইর, এনায়েতনগর, কাশিপুর, গাবতলী, ইসদাইর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে এই গ্যাস সংকট। বেশকিছুদিন ধরে গ্যাস সরবরাহের অবস্থা মোটামুটি থাকলেও গত দুদিন ধরে অবস্থা একেবারেই নাজুক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের বাসিন্দা আছমা বেগম জানান, আমরা দীর্ঘদিন যাবত গ্যাস নিয়ে সমস্যায় আছি। গত ২ দিন যাবত এই সমস্যা আরো তীব্র হয়েছে। আগে রাত জেগে রান্না করতাম, এখন সেটাও করা যাচ্ছে না। গ্যাস নিয়ে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে আসা সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি নুর উদ্দিন জানান, ঘরে চাল না থাকলে এক বেলা ধার করে এনে খাওয়া যায়। কিন্তু জ্বালানী না থাকলে কোথা থেকে ধার করবে মানুষ। এখন গ্যাস না থাকায় হোটেল গুলো থেকেও ভালো মানের খাবার পাওয়া যাচ্ছে না। অনেকের শরীরে নানা রোগ দেখা দিয়েছে। আমরা না থাকার বিষয়টিকে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশিদ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর কারণে নারায়ণগঞ্জে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে দুই-একদিনের মধ্যেই সংকট চলে যাবে বলে আশা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা