
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘের সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে ” ক্ষতিকারক অভ্যাস এবং শিশু ও মহিলাদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল করার জন্য স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এর মাধ্যমে সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরী ও তাদের পিতা মাতা ও কমিউনিটির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় গত রবিবার থেকে গত বুধবার পর্যন্ত ৪দিন ব্যাপি এ ক্রীড়া প্রতিযোগীতায় কাবাডি, ব্যাটমিন্টন, ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় প্রতিবন্ধীসহ সুবিধা বঞ্চিত, অবহেলিত বালক ১২০ জন ও বালিকা ১২০ জন সহ মোট ২৪০ জন অংশগ্রহণ করে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ১৪নং ওয়ার্ডে সাইলো গেট মাঠ, সোনামিয়া স্টেডিয়াম মাঠ, কোনাপাড়া মাঠ, মনোয়ারা জুট মিলের মাঠ, পানির ট্যাংকি মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ষগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজা ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি লতা দে সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এদিকে কমিউনিটি পর্যায়ে খেলা গুলি পরিচালিত হওয়ায় কমিউনিটির লোকজনের সম্পৃক্ততা ছিল চোখে পরার মত। এ বিষয়ে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার বলেন, সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরী ও তাদের পিতা মাতা ও কমিউনিটির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এ খেলাধুলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন কমিউনিটি লোকজনের ব্যাপক সমাগম ঘটে। আমরা তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করি। এছাড়াও শিশু ও মহিলাদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল করতে নানা দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯