আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:১৩

অক্টোবরেই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ: পাপন

ডান্ডিবার্তা | ১৯ মে, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিশ্বকাপ খুব একটা দূরে নেই। অক্টোবরেই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের এবারের প্রতিযোগিতায় ভালো করার সুযোগ আছে। সেজন্যই সম্ভাব্য বিশ্বকাপ দল নিয়ে আলোচনা সর্বত্র। বিশেষ করে, সাত নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়েই কৌতূহল বেশি। বিষয়টা বেশ উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতটাই যে, রসিকতা করে সাংবাদিকদের বিশ্বকাপ একাদশ করতে বললেন তিনি। গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসেছিলেন পাপনর। সেখানেই সংবাদমাধ্যমের জানার আগ্রহ ছিল, বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করবেন কে? তখনই পাপনের রসিকতা, ‘এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা (সাংবাদিকরা) এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশাল মিডিয়া নিয়েও আমরা খুশি। কিন্তু ওখানে মনে হয়েছে ক্রিকেট নিয়ে অনেকের কোনও ধারণাই নেই। মন্তব্য করেই যাচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আপনারা এখানে যারা আছেন, তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেন- এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইবো যে- সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কী বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কী মনে করেন কাকে খেলানো উচিত।’ এরপর দল নিয়ে নিজের ধারণার কথাও জানালেন বিসিবি প্রধান, ‘তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দেবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বললাম। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা