আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩৩

আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে রহমত পাওয়া যায়:এমপি খোকা

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ পৌর সভার সর্বাধিক গুরুত্বপূর্ণ সড়ক কৃষ্ণপুরা এলাকার রাস্তার প্রশস্তকরণ ও নতুন কবর স্থান পরিদর্শন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি। গতকাল শুক্রবার বাদ জুম্মা পৌর সভার কৃষ্ণপুরায় অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি সরেজমিনে গিয়ে কবরস্থান ও রাস্তা প্রশস্তকরণ কাজের পরিদর্শন করেন। এসময় এমপি খোকা বলেন, সোনারগাঁয়ে অনেক মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আমি অনুদান দিয়েছি, মসজিদ আল্লাহর ঘর এখানে আমার সোনারগাঁয়ের জনগণ নামাজ পড়ে, এতে স্বয়ং আল্লাহ পাক খুশি হন। তিনি বলেন, সবাই মসজিদে নামাজ পড়তে যাবেন, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে তিনি আমাদের উপর রহমত দিবেন। দ্বীনের পথে সবাই এগিয়ে আসলে সমাজ সকল অনাচার থেকে মুক্তি পাবো। পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন, সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি। এর আগে তিনি বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় করেন পরে মসজিদ এর অবশিষ্ট কাজ নির্মানে আর্থিক অনুদানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, সাবেক মেম্বার আলমগীর কবির, ব্যবসায়ি মামুন, মিলন, জাতীয় পার্টি নেতা গরীবে নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা