
ডান্ডিবার্তা রিপোর্ট শিল্প নগরী নারায়ণগঞ্জে একসময় কামারদের বেশ কদর ছিল। তাদের তৈরি উপকরণ বিভিন্ন কাজে ব্যবহার হতো। কিন্তু বর্তমানে তাদের সেই কদর আর নেই। একইসঙ্গে লোহা ও কয়লার দামও দিন দিন বেড়েই চলছে। ফলে কোরবানির ঈদের আগে ভরা মৌসুমেও তাদের পণ্যের আশানুরূপ ক্রেতা মিলছে না। এ অবস্থায় নারায়ণগঞ্জে কামার শিল্পীদের সংখ্যাও দিন দিন কমছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নারায়ণগঞ্জ পাটের ব্যবসাসমৃদ্ধ এলাকা হওয়ায় পাট কোম্পানির বিভিন্ন কাজে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্রের ব্যবহার হতো। সেইসঙ্গে আরও বিভিন্ন কাজে কামারদের তৈরি জিনিসপত্র ব্যবহৃত হতো। যে কারণে নারায়ণগঞ্জে কামারদের বেশ কদর ছিল। শুধু শহরের উপকণ্ঠেই বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জ, কালীরবাজার, চাষাঢ়া বালুর মাঠ ও খানপুরে প্রায় ১০০টি কামারের দোকান ছিল। কিন্তু এখন কাজ কমে যাওয়ায় কামারের দোকানও অনেক কমে গেছে। বর্তমানে শহরে হাতেগোনা ১০-১৫টি দোকান রয়েছে। অনেকেই পেশাও ছেড়ে দিয়েছেন। এদিকে কয়লা ও লোহার মূল্যবৃদ্ধিসহ নানা জটিলতার কারণে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই যেন এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসছে কামার শিল্পের ঐতিহ্য। শহরের নিতাইগঞ্জ এলাকার কামার নিধিরাম সর্দার বলেন, কিছুদিন আগে একেবারেই কাজ ছিল না। ঈদ আসছে তাই কিছু কাজ আসতে শুরু করছে। এখন ঈদের সময়ও আগের মতো কাজ পাওয়া যায় না। মাস গেলেই দোকানের ভাড়া দিতে হয়। কোনো রকম চলে যায়। সারাদিন কাজ করেও কোনো টাকা পাই না। তিনি আরও বলেন, আগে কাঠ ও কয়লা ছিল ৬০ টাকা টিন, এখন ১০০ টাকা। ইটভাটার কয়লা এক বস্তা ৩ হাজার টাকা দিয়ে আনতে হয়। আগে ১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতাম। রড ছিল ৪৫ টাকা কেজি, এখন ৯৫ টাকা। এভাবে সব জিনিসের দাম বাড়ছে। দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্রেতার সংখ্যাও কমে যাচ্ছে। জীবন কর্মকার নামে আরেক কামার বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। এখন আর আগের মতো কাজকর্ম পাই না। কাজকর্ম অনেক কমে গেছে। দিনের পর দিন সব জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। দাম বাড়ার কারণে এখন আর পোষানো যায় না। ঈদ ছাড়া সারা বছরই বসে সময় পার করতে হয়। কোনো রকম ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেন বলেন, কামারদের বিষয়ে গরিব এলাকা দেখে বিভিন্ন এলাকায় প্রকল্প নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জেও হয়তো প্রকল্প নেওয়া হবে। আগামী অর্থবছরে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এরইমধ্যে জরিপ করেছি। জরিপের তথ্য পাঠানো হয়েছে। আমাদের প্রকল্প চলমান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯