
ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আলীরটেক ইউনিয়নে খুব দ্রুতই ফেরির ব্যবস্থা করা হবে। আগে নৌকা-কোষা করে আলীরটেক ইউনিয়নের মানুষ নদী পারাপার হতো। আপনাদের ফেরীর চাহিদা কত বড় বিশাল মানুষের উপস্থিতি প্রমান করে। এর আগে সড়ক এন্ড জনপথের সাথে বসেছিলাম তারা বলেছিল রমজানের আগে ফেরী চালু হবে কিন্তু চালু হয়নি। লজ্জায় আমি এলাকায় আসিনি। অতিদ্রুত সময়ের মধ্যে ফেরী চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ফেরী চালুর সব ব্যবস্থা সম্পন্ন একটি মাত্র সমস্যা আজকের পর ঠিক হয়ে যাবে। গতকাল শনিবার সকালে ডিক্রীরচর ঘাট সংলগ্ন বালুর মাঠে ডিক্রীরচর ফেরি চালুর নির্মান কাজ পরিদর্শনের পূর্বে এলাকাবাসীর উদ্যোশ্য প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সেলিম ওসমান আরও বলেন, রোদ-বৃষ্টি-কুয়াশা পার হয়ে আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়। ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারছেনা। প্রত্যেক পরিবারে উন্নয়ন করতে চাই। নিজস্ব অর্থায়নে কাজ করলে দেরী হয়না। আমি ৩০০ কোটি টাকার উন্নয়ন করেছি। সেলিম ওসমান এমপি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন করতে হবে। আলীরটেকে ফেরী নিয়ে কোন বিভেদ সৃষ্টি হয়নি। সবাই ফেরী চান। সরকার চাচ্ছে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হোক। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তরুন প্রজন্ম উন্নত হবে। ডিএফডিপি’র যুগ্ম সচিব সুলতানা ফেরদৌস বলেন, ফেরি ঘাটের প্রয়োজনীয়তা আপনাদের উপস্থিতি প্রমান করে। নাসিম ওসমান এমপির নামে সেতু হয়েছে। পদ্মা সেতু আতœ মর্যাদার প্রতীক। ফেরির জন্য দেখতে হবে ইকোনমিক বায়োবল কিনা। রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করতে হবে। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, মহাসড়ক ও পরিবহন বিভাগের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন, সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল হক খান, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সামসুন নাহার সহ আরো উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আব্দুল কাদির মূর্ধা, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির জাহাঙ্গীর ভান্ডারী, আব্দুল গফুর রাজা, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য মোকতার হোসেন, শাহীন রাজু, জাকির হোসেন, রওশন আলী, ফিরোজ মিয়া, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, মো. দিদার হোসেন, শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ। পরে আলীরটেকের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯