আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২১

সরকার আমাদের প্রতারনার ফাঁদে ফেলতে পারবেনা : সাখাওয়াত

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, তিনটি প্রজন্ম নিজের ভোট নিজে দিতে পারেনি। সাধারণ মানুষের মাঝে বক্তব্য হল আর এ সরকারকে চাই না। এদেশে গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। গতকাল রোববার ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, সরকার এবার আমাদের প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না। জনগণ ওদের সকল প্রতারণা ধরে ফেলেছে। সামনে একটিই দফা, সেটা হল শেখ হাসিনার পদত্যাগ। জনগনের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়া। তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। অনেক তদন্তের পর বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। এ সরকার গত দুই বার মানুষকে ভোট দিতে দেয়নি তা বিশ্ববাসীর কাছে আজ পরিষ্কার। এদেশের মানুষের কন্ঠরোধ করা হচ্ছে তা আজ পরিষ্কার। এ সরকার ক্ষমতায় এসে কতগুলো টিভি, পত্রিকা বন্ধ করে দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা আজ হরণ করা হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস আমাদের মা বোন লজ্জা নিবারনে জাল পড়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষ কুকুরে একসাথে খাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযোদ্ধাদের রাজাকার বানানোর ইতিহাস, মুসলমানদের অসম্মান করার ইতিহাস। স্বাধীনতার পর ছাত্রলীগ যুবলীগ কী করেছে। চুরি ডাকাতি ছিনতাই ও ব্যাংক ডাকাতি করেছে। শেখ মুজিবুর রহমান বলেছিল মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি। আওয়ামী লীগের ইতিহাস বলে শেষ করা যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমারা দেখিনি তারা দেশকে উন্নয়নশীল করার চেষ্টা করেছে। তাদের উন্নয়ন দিয়ে আমাদের পেট ভরবে না৷ বাজারে গেলে আমাদের মাথা ঘোরে। স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলায় আজ বেগম খালেদা জিয়াকে ওরা কারাগারে রেখে দিয়েছে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ওরা দেশের আসার পথ বন্ধ করে রেখেছে। শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে। তারেক রহমানও আওয়ামী লীগ ছাত্রলীগের পতনের আরেকটি ডাক দিবেন। সেদিন আমরা সকলে মিলে এ সরকারের পতন ত্বরান্বিত করবো। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো: রেজা রিপন বলেছেন, মানুষ বিদ্যুতের অপর নাম দিয়েছে শেখ হাসিনা। ঘন্টার পর ঘন্টা শেখ হাসিনা থাকে না। গ্যাসও নেই অথচ প্রতি মাসে বিল দেই। আর আওয়ামী লীগের নেতারা অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে কোটি কোটি টাকা কামাই করেছে। আড়াইহাজারের এক এমপির ২০০৮ সালে সম্পত্তি ছিল আট লাখ ২০১৮ সালে তা এগারোশ কোটি টাকার সম্পত্তি দেখা গেছে। এত টাকা আসে কোথা থেকে। তিনি আরও বলেন, বাজারে গেলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে। আওয়ামী লীগের নেতাদের পকেটে টাকা আছে৷ তাদের এক হাজার টাকা কেজি চাল কিনে খেতে সমস্যা নেই। বলতে লজ্জা লাগে। কয়েকদিন আগে তিনি বিদেশ সফর করেছেন। তাকে লাল গালিচা তো দূরের কথা কেউ তাকে অভ্যর্থনা জানাতেও আসেনি। তার নিজের সম্মান নেই, দেশের সম্মানও কিছু রাখল না। তাকে সম্মান জানাতে গিয়েছিল আওয়ামী লীগের কিছু নেতা। আমাদেরও প্রবাসীরা দৌড়ানি দিয়েছে। তিনি আরো বলেন, কম্বল নিয়ে জেলে যাওয়ার পথ হয়েছে। কিছু হলেই দৌড় দিয়ে পাঠানো হবে জেলে। আমাদের তো এমনেও জেল ওমনেও জেল। মানুষ ভরপেট ভাত খেতে পায় ন। আমাদের আর বিকল্প পথ নেই আন্দোলনের। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দল পাশে না থাকলে আপনি যত বড় ক্ষমতাবান নেতাই হন আপনার কোন অবস্থান নেই এটা এখন অনেকেই অনুধাবন করছে। তাদের অনেকেই এখন ফিরে আসছে। যত তারাতাড়ি ফিরে আসবেন এটা তাদের জন্য মঙ্গলজনক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নামে এখন আর কোন দল নেই। আওয়ামী লীগের নতুন নাম প্রশাসন লীগ। এরা সম্পূর্ণ প্রশাসনের ওপর ভর করে মানুষকে নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে। মহানগর বিএনপির নেতারা যেভাবে সমমেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছেন তা অতীতে হয়নি। আমি তাদের ধন্যবাদ জানাই। কর্মী হিসেবে আমাদের ব্যার্থতা যে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে পারিনি। বিএনপি সাধারণ মানুষের আস্থার সংগঠন। শেখ হাসিনার দেশ পরিচালনার ব্যার্থতা স্বত্বেও তাদের অত্যাচারের কারনে আমরা পারিনি। কারণ আমাদের ঐক্যের অভাব ছিল। বিএনপি থেকে অনেক পেয়েছেন এমন অনেক নেতার গত দশ বছরে কোন উদ্যোগ দেখিনি। যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন এটাই তাদের জন্য জাতীয়তাবাদী দলের পতাকাতলে আসার সঠিক সময়। সরকারের অবৈধ এক মন্ত্রী বলেন যারা সিগারেট কিনে খেতে পারত না তারা এখন ব্যাংকের মালিক। মুড়ি চাল ডাল সবই বিশেষ কিছু লোক বিক্রি করছে। এই সিন্ডিকেট থেকে দেশকে মুক্ত করতে আজ মানুষ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা