
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ঘনবাসতি আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে ১৫টি চুনা কারখানা। এসব চুনা কারখানার আগুনের তাপ, ধুঁয়া ও ধুলা-বালিতে দূষিত হচ্ছে পরিবেশ। বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে। পরিবেশ দূষণ রক্ষার্থে কারখানা বন্ধ বা স্থানান্তরের জন্য পরিবেশ অধিদপ্তর শুধু নোটিশ দিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন। ফলে কোন কিছুর তোয়াক্কা না করেই কারখানা চালিয়ে যাচ্ছেন মালিকরা। জানা গেছে, পরিবেশ নীতিমালা ও তিতাসের সার্কুলার অমান্য করে সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকায় চলছে চুনা কারখানা। একাধিক কারখানায় ছাদ না দিয়ে খোলা আকাশে পুড়ানো হচ্ছে পাথর। যা সম্পূর্ণ নীতিবহির্ভূত। পাথর পুড়িয়ে চুনা তৈরি করতে এসব কারখানায় সারাক্ষণ জ্বলে আগুন। ফলে উদগিরণ হয় ধোঁয়া। পরিবেশবীদদের মতে ধোঁয়াতে নাইট্রোজেন আক্সাউড,কার্বন মনোক্সাইড,এবং হাইড্রোকার্বনসহ অন্যান্য গ্যাসীয় বায়ূ দূষণকারী অন্তর্ভুক্ত থাকতে পারে যা বিষাক্ত হতে পারে। যার সংস্পর্শে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাছাড়া পাথর পুড়ানোর পর চুনের ডাস্ট(পাউডার) বাতাসে উড়ে ছড়িয়ে পড়ছে আশপাশ এলাকা। এতে পরিবেশ দূষিত হয়ে শ্বাসকষ্ঠসহ নানান রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। সরিজমিনে দেখা গেছে, থানা এলাকার ১৫টি চুনা কারখানার মধ্যে নাসিকের ১নং ওয়ার্ডেই ১০টি আর ৪নং ওয়ার্ডে ৫টি। কারখানা গুলো হলো সিআইখোলায় ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের জাজিরা লাইমস্, হীরাঝিলে সাবেক কাউন্সিলর ওমর ফারুকের মদিনা লাইমস্, ঢাকাইয়া জালাল উদ্দিনের সুরমা লাইমস্, চাঁন মিয়ার রনি লাইমস্, ফয়সাল রানার ফয়সাল লাইমস্, আটিতে আব্দুল হাইয়ের মেঘনা লাইমস্, জালাল উদ্দিনের আশরাফ আলী লাইমস্, পাইনাদী পূর্বপাড়ায় খোরশেদের ঢাকা লাইমস্ ও যমুনা লাইমস্, মক্কীনগরে হযরত আলীর আরাফাত লাইমস্, মিজমিজি পূর্বপাড়ায় আসমা তালেবের ভাই ভাই লাইমস্, মজিববাগে শফিউল্লাহ‘র শরীফ লাইমস্, আটি ওয়াপদা কলোনিতে সোহেলের খাজা লাইমস্, আব্দুল করিমের হারুন লাইমস্ ও শহীদ হাসান বিটুর রহমান লাইমস্। হীরাঝিল এলাকাবাসীর পক্ষে গত ৯ মে মো: রফিকুল ইসলাম নামে একজন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুকের মদিনা লাইমস্ চুনা কারখানার আগুনের লেলিহান শিখা ও চুনার ধুলা-বালিতে আশপাশের সকল বাড়ী ঘরের লোকজনের শ্বাসকষ্ঠসহ বিভিন্ন রোগে আক্রান্ত এবং আগুনের তাপে বাড়ীর দেয়াল, ফ্লোরসহ গরম হয়ে যায়। এতে বসবাস কষ্ঠকর হয়ে পড়েছে। আগুন ও ধুলা-বালি নিয়ন্ত্রনমূল ব্যবস্থা গ্রহণ করতে কারখানা মালিককে বারবার অনুরোধ করার পরও কোন উদ্যোগ নিচ্ছেনা। তাছাড়া বিগত কয়েক বছর ধরে পরিবেশ ছাড়পত্র ও সিটি করপোরেশন ড্রেট লাইসেন্স নবায়ন করছেন না। তারপরও অবৈধভাবে চুনা কারখানা পরিচালনা করে আসছেন। অভিযোগে এলাকাবাসীকে চুনা কারখানার বিপর্যস্ত থেকে বাঁচানোর জন্য অনুরোধ করা হয়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগটি পরিবেশ অধিদপ্তরে গৃহিত হলেও অদ্যবধি পর্যন্ত কারখানার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। কারখানার বৈধতা না থাকা সত্তেও কিভাবে চলছে এ প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জানতে চাইলে মদিনা লাইমস্ মালিক ওমর ফারুক বলেন, জনদুর্ভোগ যেন না হয় এসরকম ব্যবস্থা আমার কারখানাতে করা আছে। কেহ যদি অভিযোগ দিয়ে থাকে তা পরিবেশ অধিদপ্তর দেখবে। এবিষয়ে রনি লাইমস্ মালিক চাঁন মিয়া পরিবেশ ছাড়পত্র ও সিটিকরপোরেশন ড্রেট লাইসেন্স নবায়ন না করার সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ অধিদপ্তরের নোটিশ পাওয়ার পর থেকেই কারখানা স্থানাস্তরের চেষ্টা করছি। জায়গা নির্ধারণ করে স্থানান্তরের জন্য পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অনুমতিপ্রাপ্তির আবেদন করেছি। এখন পর্যন্ত অনুমতি পাইনি। অনুমতি পেলেই কারখানা স্থানান্তর করা হবে। সিআইখোলার জাজিরা লাইমসের মালিক নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, কারখানা করার সময় এলাকায় বসতি ছিলনা। এখন হয়েছে। চুনা কারখানা থেকে সরকার রাজস্ব পাচ্ছে। তবে সরকার চাইলে কারখানা সরিয়ে নিব। তার জন্য সময় ও জায়গার দরকার। বললেইত আর রাতা রাতি সরিয়ে নেওয়া সম্ভব নয়। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, একেক কারখানাকে একেক মেয়াদে সময় দেয়া হয়েছিল। সরিয়ে না নেওয়ার বিষয়টি প্রধান কার্যালয়কে অবগত করেছি। এসব কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ প্রক্রিয়াধিন রয়েছে। দ্রুত অভিযান চালানো হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯