আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:০৮

ইভটিজিংয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ের গোয়াল পাড়া হাই স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৩ | ১০:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের গোয়াল পাড়া হাই স্কুলের ছাত্র/ছাত্রীদের ইভটিজিং ও উত্তপ্ত করার প্রতিবাদে এবং ইভটিজিংকারী রনি, আমিনুল, শাকিল ও তানভিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার সকালে অত্র স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে স্কুলের পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় তা প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। তাছাড়া সোমবার পরিচালনা কমিটির পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে গোয়ালপাড়া হাই স্কুল ও তৎসংলগ্ন এলাকায় বখাটেদের উৎপাত এবং ছাত্রীদের উত্যাক্তকারীদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ‘আমরা গোয়ালপাড়া হাই স্কুল, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এর শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। আমাদের অত্র অঞ্চলে দীর্ঘদিন যাবত বখাটেদের উৎপাতে আমরা অতিষ্ঠ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদেরকে নানানভাবে হয়রানি বা লাঞ্চিত করা হয়। কখনো কখনো স্থাণীয়ভাবে কিছু বিষয় বিচার শালিশ করা হলেও শক্ত কোন পদক্ষেপ না থাকাতে বখাটেদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভূগছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিদেরও বিষয়টি অবগত করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অভিভাবকরা মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে উৎকণ্ঠায় ভুগছে। এতে করে শিক্ষার্থী ঝড়ে পড়ার হারও বেড়ে চলছে। গত ১৮ মে এক ছাত্রীকে নিয়ে আবারও এ ধরণের আরেকটি অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা