
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১৫নং ওয়ার্ডটি হলো নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র। এখানে যারা বসবাস করে বেশীর ভাগই হলো ব্যবসায়ী। এখানে বেশীর ভাগই হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তারা কিন্তু সক্রিয় রাজনীতি করতে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। সরকারের বিভিন্ন ঝামেলার কারণে এই ওয়ার্ডে অনেকেই রাজনীতি করতে চায় না। ১৫নং ওয়ার্ডের যে কয়েকটি মহল্লা আছে সকলকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির লিস্ট আমাদের সদস্য সচিবের কাছে জমা দিবেন। যদি আগামী সাত দিনের মধ্যে কমিটি জমা দিতে না পারেন তাহলে কমিটি বাতিল বলে গণ্য হবে। আমি চাই ১৫নং ওয়ার্ডে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হোক। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন ১৫নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেল ৪টায় মহানগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় শ্নোভার গার্ডেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ড কমিটি দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দ্বারা হতে হবে। আজকে যে কমিটি গঠন করা হবে আগামীতে দিনে যদি এই কমিটি রাজপথে নিজেদের যোগ্যতা এবং দক্ষতা না দেখাতে পারে তাহলে কমিটির বেশিদিন স্থায়ী হবে না। যদি আপনারা যোগ্যতার পরিচয় দিতে পারেন তাহলে মাথায় তুলে রাখবো। আমি চাই আপনারা দলকে সুসংগঠিত করে তোলেন। দলের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে আমাদের কাছে আপনারা অন্তত প্রিয় ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন। তিনি আরও বলেন, আমি ও আমার সদস্য সচিব কয়েকদিন পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে ১৩টি মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে সারাদেশে মহানগরীতে পদযাত্রা কর্মসূচী দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রার নেতৃত্ব দিবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। আমি চাই সে পথযাত্রায় ১৫নং ওয়ার্ড বিএনপি সর্বোচ্চ লোক নিয়ে অংশগ্রহণ করবে। মঙ্গলবার তিনটার সময় খানপুর হাসপাতালে সামনে থেকে এ পথযাত্রাটি শুরু হবে। আমাদের পদযাত্রাটি সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হবে। বিএনপির ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আমারও অনুরোধ থাকবে সবাই যার যার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে তিনটার মধ্যে খানপুর হাসপাতালে সামনে উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে মো. মাসুদ চৌধুরীকে সভাপতি, ফেরদৌস রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক, খোকন সাহাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কায়সার রায়হান খানকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপি’র সমন্বয়ক মো. মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক মো. শওকত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা.মজিবুর রহমান, রাশিদা জামাল, হাসান আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি’র সদস্য সচিব নাজমুল হক রানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, কাজী নাঈম, মোহসীন মিয়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯