
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় রাষ্ট্রের ‘কমার্সিয়ালি ইম্পর্টেন্ট পার্সন’ (সিআইপি) হিসেবে সম্মাননা পদক গ্রহণ করেছেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল সোমবার এই সম্মাননা পদক ও সিআইপি (শিল্প) কার্ড সেলিম ওসমানের হাতে তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় পাশে ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও এফবিসিসিআইএর সভাপতি মো. জসিমউদ্দিন। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। ২০২১ সালে বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মতো কাজের জন্য তাকে এ সম্মানে ভূষিত করে শিল্প মন্ত্রণালয়। সিআইপি কার্ডধারী হওয়ায় সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস পাবেন সেলিম ওসমান। ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন তিনি। সেলিম ওসমান এর আগে ২০০০ সালে প্রথম সিআইপি সম্মাননা পেয়েছেন। এরপর ২০১১ সালে সিআইপি (শিল্প),২০১২ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৪ সালে সিআইপি (শিল্প), ২০১৪ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৫ সালে সিআইপি (শিল্প), ২০১৬ সালে সিআইপি (শিল্প), ২০১৭ সালে সিআইপি (শিল্প) সম্মানে ভূষিত হয়েছেন। এ নিয়ে তিনি ১১ বার সিআইপি পদক পেয়েছেন। এবারে মোট ৪৪ জনকে সিআইপির (শিল্প) মর্যাদা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯