
ডান্ডিবার্তা রিপোর্ট ভুয়া পল্লী চিকিৎসক লায়লার ভুল চিকিৎসায় প্রসূতি তামান্না মারাত্মকভাবে অসুস্থ হয়ে মৃত্যুপথযাত্রী হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আনন্দনগর এলাকায়। প্রসূতি তামান্না (২০) উক্ত এলাকার আলীনূরের স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সন্তান জন্ম দেয়ার সময় হলে তামান্নার আত্মীয়স্বজন সুপরামর্শের জন্য কুড়িপাড়া সুপার মার্কেটে লায়লা মেডিকেল হল নামক একটি ফার্মেসীর পরিচালক লায়লার শরনাপন্ন হলে তিনি পরামর্শ না দিয়ে ৫ হাজার টাকার বিনিময়ে রোগীকে বাড়িতে রেখেই প্রসূতির জরায়ুর ২ সাইট কেটে সন্তান বের করে আনেন এবং কোন রকমভাবে সেলাই করে দেন। কাটা অংশে ইনফেকশন হয়ে অনবরত রক্ত ঝরে তামান্না ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সারা রাত রক্তক্ষরণ হয়ে তামান্না আরো অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার সকাল ৮টায় এসে লায়লা নানাবিধ চিকিৎসা চালানোর চেষ্টা করলেও রক্তশূণ্য হয়ে তামান্না মারাত্মক অসুস্থ হয়ে পড়লে উপায় না দেখে লায়লা কৌশলে কেটে পড়ে। গত শনিবার সকাল ১১টায় রক্তশূন্য তামান্নাকে মদনপুরের দি বারাকাহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। রোগীর রক্তশূন্যতা সহ কাটা জায়গার সেলাই এলোমেলো ও ভুল চিকিৎসা দেয়া হয়েছে এমন পরিস্থিতি দেখতে পান ডাক্তাররা। পর্যায়ক্রমে ৪ ব্যাগ রক্ত রোগীর শরীরে দেয়া সহ নানাবিধ চিকিৎসা দেন ডাক্তাররা। কে এই ধরণের ভুল চিকিৎসা দিয়ে তাকে এরকম পরিস্থিতি করেছে, বারংবার তার নাম জিজ্ঞেস করেন ডাক্তাররা। ঢাকায় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বর্তমানে নিজ গৃহে অবস্থান করছেন তামান্না। কিন্তু সে খুবই অসুস্থ বলে জানিয়েছেন তার স্বজনরা। এদিকে গত সোমবার বিকেলে কুড়িপাড়া নতুন সুপার মার্কেট কমিটির সভাপতি ওমর হোসেন সহ মার্কেটের ব্যবসায়ীরা ও এলাকাবাসী উপস্থিত থেকে তামান্নার চিকিৎসার জন্য লায়লা ২৫ হাজার টাকা সহায়তা করবে সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত দেয়া হয়। যে সিদ্ধান্ত লায়লা ও তার স্বামী মিরাজ সকলের সম্মুখে মেনে গেলেও অদৃশ্য কারণে বন্দর থানায় গতকাল মঙ্গলবার স্থানীয় এছহাক ও বিল্লালের নামে ২৫ হাজার টাকা চাঁদা দাবীর লিখিত অভিযোগ দায়ের করেন লায়লা। এ বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে ডাক্তারি করার কোন যোগ্যতা ও সনদ না থাকার পরেও এলাকায় দাপটের সাথে ডাক্তারি করে বেড়াচ্ছে লায়লা। এর পূর্বেও তার অসংখ্য ভুল চিকিৎসার কারণে নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্থানীয় অনেকে। এধরণের নামসর্বস্ব ও ভূয়া ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবী সহ তাদের ফার্মেসী চালানোকেও অবৈধ ঘোষণা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। বন্দর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি ডাঃ নাসির উদ্দিন বলেন, ‘জরায়ুর সাইট কাটা এধরণের চিকিৎসা এমবিবিএস ডাক্তাররা করার এখতিয়ার রাখেন। ফার্মেসীর নিবন্ধন নিয়ে কেউ নিয়মের বাইরে গিয়ে ডাক্তারি করতে পারবেন না। যদি এমনটা হয়, তাহলে বিষয়টা খতিয়ে দেখে প্রমানীত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে’। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯