আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২১

খালেদা জিয়াকে বেঁফাস মন্তব্য সমালেচনায় জাহাঙ্গীর

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বেগম খালেদা জিয়াকে নিয়ে বেঁফাস মন্তব্য করে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম। তিনি বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে মন্তব্য করে এই আলোচনার জন্ম দেন। ইতোমধ্যে জাহাঙ্গীর আলমের এই মন্তবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা শাখা, জেলা যুবদল ও মামুন মাহমুদসহ বিভিন্ন ইউনিট ও নেতারা। তারা বলছেন, ‘অন্যকে সম্মান দিতে শিখেন, নিজেও সম্মান পাবেন। অন্যথায় আস্তাকুঁড়ে নির্লিপ্ত হবেন।’ গত ২১ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। ঘটনাটির পর গত সেমাবার আওয়ামী লীগ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়ার প্রিয় পাকিস্তান। আপনারা হয়তো জানেন না, নয় মাস এদেশে যুদ্ধ হয়েছিল। আমাদের দেশের মা বোনদের ওপর তখন নির্যাতন হচ্ছিল। তখন খালেদা জিয়া আপস করে তিন মাস পাকিস্তানি আর্মিদের ঘরে ছিল।’ এই মন্তব্যের পর থেকে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে। তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। বিবৃতিতে জাহাঙ্গীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘একজন জেলা পর্যায়ের নেতার ভাষা জ্ঞান ও রাজনৈতিক দীক্ষা কতটুকু তার এ হীন বক্তব্যে সহজেই অনুমেয়। আমাদের প্রতিপক্ষের এমন ভাষার ব্যবহার করেছেন যা তার ব্যক্তিত্ব, চরিত্রের বহিঃপ্রকাশ। ভুলে যাবেন না বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী।’ জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সে এর আগে ২০২০ সালে নিজ দল ‘আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী দল’ মন্তব্য করে অব্যাহতি পান। পরে ক্ষমা চেয়ে আবার দলে ফিরে যান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা