আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২০

কমিটি গঠনে ব্যর্থ সোনারগাঁ আ’লীগ

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতি নানা সময় নানা বাঁকে মোড় নিয়ে থাকে। যার কারণে সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতিতে নানা সময় নানা রকম আলোচনা সমালোচনার জন্ম নিয়ে থাকে। দীর্ঘ দুই যুগ পর সোনারগাঁ থানা আওয়ামীলীগের নবগঠিত কমিটি গঠিত হলেও থানা আওয়ামীলীগের নয়া নেতৃত্বেও ইতিমধ্যে নানা রকম আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। সোনারগাঁ থানা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা নেতাদের গড়িমসিতে কমিটি গঠনের দীর্ঘ ৮মাস অতিবাহিত করলেও থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ ও সম্মেলন করেও ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হয়েছেন। এতে করে থানা আওয়ামীলীগের নেতৃত্ব ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সীমাবদ্ধ রয়ে গিয়েছে। এছাড়া নেতৃত্বের নানা সমীকরণের ফলে সোনারগাঁ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিও দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। তবে থানা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা নেতারা ইতিমধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার স্বার্থে কেন্দ্রে খসড়া কমিটি জমা দিয়েছে। পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র ফের সোনারগাঁ আওয়ামীলীগের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে এমনটাই অনুমেয় করছে স্থানীয় আওয়ামীলীগ নেতারা। সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সি: সহ-সভাপতি করা হয়। তবে সম্মেলনের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার অভিমত প্রকাশ করলেও দীর্ঘ আট মাসে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি। অপরদিকে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৩ সালের জানুয়ারী মাস পর্যন্ত ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সম্মেলন করেন। কিন্তু সম্মেলন করেও ইউনিয়ন কমিটি গঠন করতে পারেননি। তবে ইউনিয়ন সম্মেলনগুলোতে থানা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা নেতারা নতুন রূপরেখা দেন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিভি জমা দেয়ার জন্য। অর্থাৎ ওয়ার্ড কমিটি গঠন শেষে ইউনিয়ন কমিটি গঠন করবেন। কিন্তু দীর্ঘ আট মাসেও থানা আওয়ামীলীগ কোন ইউনিট কমিটিই গঠন করতে পারেনি। এছাড়া ইউনিয়ন ওয়ার্ডের সম্মেলনের পর থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ হবে বলে অভিমত প্রকাশ করেন। কিন্তু থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্ব কথায় কাজে নিজেদেরকে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। কারণ তাদের নেতৃত্বের গড়িমসিতে সোনারগাঁ আওয়ামীলীগে এখনো পর্যন্ত কোন ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি। কিন্তু সোনারগাঁ থানা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা নেতারা ফের ভোল পাল্টিয়েছেন। সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়ার ভাষ্যমতে জানা যায়, থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ করার লক্ষ্যে কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি প্রেরণ করেছেন। পূর্ণাঙ্গ কমিটির পরই সোনারগাঁ থানা আওয়ামীলীগের অর্ন্তভুক্ত ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন হবে। এতে প্রতিয়মান হয়েছে সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্বে থাকা নেতারা কমিটি গঠনের স্বার্থে নানা সময় নানা বাঁকে মোড় নিচ্ছেন। কিন্তু সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণগঠন করা হলেও ফের সোনারগাঁয়ের রাজনীতিতে নয়া রূপ দেখা দিতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা