
ডান্ডিবার্তা রিপোর্ট রাজনৈতিক আন্দোোনে উত্তপ্ত হচ্ছে নারায়ণগঞ্জের রাজপথ। প্রতিদিনই দলীয় কর্মসূচী নিয়ে মাঠে থাকছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজপথ দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপির আন্দোলন মোকাবিলা এবং অপপ্রচারের জবাব ও উন্নয়ন প্রচারে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি আরও জোরালো করে মাঠ দখলে রাখবে ক্ষমতাসীনরা। ক্ষমতাসীনরা যখন নির্বাচন নিয়ে তাদের রণকৌশল প্রস্তুত করছেন ঠিক সেই সময়ে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা মোতাবেক কেন্দ্রীয় নির্দেশনা পালনে মাঠে থাকবে বিএনপি। ১০ দফা দাবি আদায়ে নির্বাচনোর আগমুহূর্ত পর্যন্ত এভাবে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ। ধীরে ধীরে তা বেগবান করে সময় ও সুযোগ বুঝে সরকার পতনের একদফা আন্দোলনে অলআউট মাঠে নামবে বিএনপি ও সমমনা দলগুলো। সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি এমনটাই জানিয়েছেন জেলা বিএনপির নীতি নির্ধারক ফোরাম। এরই অংশ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী নারায়নগঞ্জ বিএনপির নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যত বিএনপির রাজনীতি এবং দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে রুহুল কবীর রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের এ আন্দোলনে দিন দিন সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। শিগগিরই চলমান আন্দোলন আরও বেগবান করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই দেওয়া হবে কর্মসূচি। তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেবে বলে আশা করি। তিনি বলেন, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সুদৃঢ় হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আন্দোলন দমাতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। কিন্তু এসব করে এবার তাদের পতন ঠেকাতে পারবে না। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, আমাদের সাংগঠনিক কাজ চলমান আছে। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের দলের বিষয়। অনেকদিন ধরে শুনছি তারা আন্দোলন জোরদার করছে। আমরাও চাই-একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক শুভশক্তির উত্থান হোক। কিন্তু কোনো অশুভ কর্মকা- বা নৈরাজ্যকর পরিস্থিতি কেউ যেন তৈরি না করে সেই আাহ্বানও আমরা করব। সূত্রমতে, সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা প্রায় শেষ করেছে মাঠের বিরোধী দল বিএনপি। এরই অংশ হিসাবে আন্দোলনের গতি বাড়াচ্ছে দলটি। বিভিন্ন কর্মসূচী নিয়ে কেন্দ্রীয় কর্মসূচী নিয়ে মাঠে রয়েছে নেতৃবৃন্দ। শোডাউনের মধ্য দিয়ে মাঠে নামছেন তারা। ধারাবাহিক কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ। ধীরে ধীরে তা বেগবান করে সময় ও সুযোগ বুঝে সরকার পতনের একদফা আন্দোলনে অলআউট মাঠে নামবে বিএনপি ও সমমনা দলগুলো। সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। জানা গেছে, আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে মাঠে থাকবে বিএনপির নেতৃবৃন্দ। দলের তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ওই আন্দোলনে শরিক হতে তাদের কাজ করতে বলা হয়। জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দীন বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলনে আমরা সাধারণ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন পাচ্ছি। বিগত সময়ে সমাবেশ এমনকি ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচিতেও তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপির দাবিগুলো জনস্বার্থসংশ্লিষ্ট বলেই তারা আমাদের সমর্থন জানাচ্ছে। তিনি বলেন, যে কোনো আন্দোলনের একটা কৌশল থাকে। দিনক্ষণ ঠিক করে কখনো চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া যায় না। অতীত ইতিহাস তাই বলে। চলমান আন্দোলনের গতি আরও বাড়ানো হবে। সময় ও সুযোগমতো তা সরকার পতনের একদফায় রূপ নেবে। বিএনপির এ নেতা বলেন, আন্দোলনের কর্মসূচি নিয়ে এবার আমরা বেশ সতর্ক। আন্দোলনকে ভিন্ন খাতে বা স্তিমিত করতে সরকার নানা কৌশলের আশ্রয় নিতে পারে। কিন্তু এবার সরকারের কোনো ফাঁদে পা দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। বিএনপির এ আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ পাবে। গণআন্দোলনে সরকার বিদায় নিতে বাধ্য হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯