
বন্দর প্রতিনিধি নতুন পাম্প প্রতিস্থাপনের দাবিতে নারায়ণগঞ্জ বন্দরে আবারও মানববন্ধন ও গন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবিচল সংগঠন ও বন্দরে ২১ ও ২২নং ওয়ার্ডের এলাকাবাসী উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দেউলিয়া হয়ে যায়নি। পানির অভাবের কারনে আমরা মসজিদে গিয়ে ওযু করতে পারছি না। বাসা বাড়িতে পানি নাই স্কুল কলেজেও পানি নাই। সকল কষ্ট সহ্য করা যায়। কিন্তু পানির কষ্ট সহ্য করা যায় না। বন্দরে ২১ ও ২২নং ওয়ার্ডবাসী শিক্ষা ও সাংস্কৃতিক দিকে থেকে অনেক এগিয়ে। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে গেলে আপনি আমাদেরকে বলেন বাজেট নেই। আপনাদের কাছে মাপ চাই। যদি মাপেই চাঁন তাহলে ভালো ভাবে চান। আমরা প্রধানমন্ত্রী কাছ থেকে আমাদের দাবি আদায় করে নিব। আমরা আপনাদের বিরুদ্ধে কোন ম্লোগান দিতে চাই না। আপনারা আমাদের জনপ্রতিনিধি। আমরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা আপনাদেরকে ভালোবাসি বলেই ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছি। এ ভালোবাসা কমতে শুরু করেছে। মেয়র, এমপি ও কাউন্সিলর উদ্দেশ্যে বলছি সে ভালোবাসা আর কমতে দিয়েন না। বন্দর রাজবাড়ী অবিচল সংগঠনের সভাপতি মোঃ রতন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মানিক, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামছুল, বন্দর বাড়ৈইপাড়া পঞ্চায়েত কমিটি সভাপতি নুর আলম, সমাজ সেবক শওকত হোসেন, রিনা বেগম ও মনি বেগমসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ ও ২২নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ। গণবিক্ষোভ মিছিলটি বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে বন্দর বাজার, বাবুপাড়া, ছালেহনগর, শাহীমসজিদের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে বন্দর রাজবাড়ি শ্রমকল্যানের সামনে এসে গন-বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়। গন-বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শতশত নারী পুরুষ বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯