আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৯

সোনারগাঁ আ’লীগের প্রস্তাবিত কমিটিতে কে এই মর্তুজা

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটির একটি তালিকা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। যেখানে ২২ জন একেবারেই নতুন মুখ। যেখানে কয়েকজন নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তালিকার মধ্যে বেশ কয়েকজনকে রাজনীতির মাঠে কোন সময় দেখা যায়নি, বেশ কয়েকজনকে কেউ চিনেন না এবং বেশ কয়েকজন এমন পেশায় সম্পৃক্ত বা এমন তাদের ব্যস্ততা তাদেরকে আগামী দিনের দলীয় কর্মসূচিতে খুব একটা দেখা যাবেনা এমন সম্ভাবনাই বেশী বলে মনে করেন আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা। এই তালিকা দেখে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি পদে অধ্যক্ষ গোলাম মর্তুজার নাম উঠে এসেছে। এই নাম দেখে অনেকেই প্রশ্ন করেছেন কে এই ব্যক্তি, কোথায় তার বাড়ি এবং তিনি কবে আওয়ামী লীগ করেছেন? জানা গেছে, গোলাম মর্তুজা পেশায় একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন এবং তার বাড়ি কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে। তার পরিচয় পাবার পর এই ইউনিয়নের আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদেরকে বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করি। কিন্তু গোলাম মর্তুজা নামে কোন ব্যক্তি আওয়ামী লীগ করে তা আমাদের জানা নেই। গত ২০ বছরে গোলাম মর্তুজাকে আওয়ামী লীগের কোন সভা, মিছিল, কর্মসূচিতে আমরা দেখিনি। গোলাম মর্তুজা দলের দুঃসময়ে দলের পাশে ছিলোনা, আন্দোলন সংগ্রামে তার কোন উপস্থিতি নেই, দলের কোন কর্মসূচিতে তিনি ছিলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের কোন প্রচারনায় যার কোন ভূমিকা নেই, সে কিভাবে একটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে যায়, সে প্রশ্ন দলের হাই কমান্ড ও নীতি নির্ধারকদেরকে আমরা করতে চাই। যারা এরকম উড়াল দিয়ে দলে স্থান পেয়ে যায়, তারা দলের দুর্দিন দেখলে আবারো উড়াল দিয়ে পালিয়ে যাবে। গোলাম মর্তুজা আওয়ামী লীগ তথা কোন সহযোগি ও অঙ্গ সংগঠনের কোন পদে নেই, এখানে অর্থের বিনিময়ে তাকে এই পদে দেয়া হচ্ছে এবং এখানে আর্থিক লেনদেন হয়েছে বলে আমাদের মনে হয়। তৃণমূল নেতা-কর্মীরা আরও বলেন, গোলাম মর্তুজার বাবা মৃত আলতাফ হোসেন জীবদ্দশায় বিএনপি’র রাজনীতি করতেন এবং গোলাম মর্তুজা পেশাগত কারণে এলাকায় থাকেন না। তাহলে বিএনপি ঘরানার একজন ব্যক্তিকে আওয়ামী লীগে স্থান দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ছোট করা হচ্ছে এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করার পায়তারা করা হচ্ছে। যাকে নেতা-কর্মীরা কোনদিন দেখেন নি, যাকে চিনেন না, তাকে তো কোন সংগঠনের কর্মীরাই মানবে না। শেষে গোলাম মর্তুজাদের জন্য দলের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা দলের হাই কমান্ডের নিকট জোড়ালো দাবী করছি, যাচাই বাছাই করে যোগ্য, দক্ষ, রাজপথের কর্মী, ত্যাগী ও দলের প্রতি যারা নিবেদিত প্রাণ তাদেরকেই যেন দলে স্থান দেয়া হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা