আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২১

শ্রমিকদের কল্যাণে ভ’মিকা রেখে গেছেন পল্লীবন্ধু এরশাদ: এমপি খোকা

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহান মে দিবস উপলক্ষে “শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা”-প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মোঃ সালাহউদ্দিন প্রিন্স। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এমপি খোকা বলেন, বাংলাদেশে প্রথম শ্রমিকদের কল্যানে ব্যাপক ভূমিকা রেখে গেছেন, আমার নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। বিশ্বের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক গৌরবময়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত দিন ১ মে, আজও মেহনতী শ্রমিকদের অধিকার আদায় হয়নি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন, উপজেলা জাতীয় যুব- সংহতির সদস্য সচিব সিকান্দার আলী, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুর টিটু প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা