আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৫

রেলের জায়গা দখল করে পার্ক করেছি: মেয়র আইভী

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আগামী মাসে উদ্বোধন হবে দেওভোগে অবস্থিত পার্কটি। যার নাম করণ করা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের নামে। তিনি বলেন, ‘পার্কে ১৮ একর জমি আছে। এর ৭ একরে করা হয়েছে লেক। জমি গুলো রেলওয়ের হলেও আমি জোর করে দখল করে পার্কটি করেছি। আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন।’নারায়ণগঞ্জের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা এমন নেতৃত্ব দিতে চাই যে মানুষের কাতারে আসবে মানুষের কল্যাণে কাজ করবে। মুখে বলবে শেখ হাসিনা, কাজ করবে অন্যকিছু। বলবে নৌকা, কাজ করবে আরেকটা। আমরা এমন নেতা চাই না। গতকাল শনিবার বিকেলে শহরের শেখ রাসেল নগর পার্ক মাঠে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি ও শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মেয়র আইভী এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ২০০১ সালের পর যখন আওয়ামী লীগের চরম দুঃসময় তখন এ শহরের অনেক রাঘববোয়ালরা পালিয়ে গিয়েছিল। তখন অনেকেই কথা বলতে পারেনি, অন্যায়ের প্রতিবাদ করার সাহস করেনি। আমি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০০৩ সালে পৌরসভা নির্বাচন করি। আমার সেই নির্বাচনে আমার বাবার সঙ্গে রাজনীতি করা আহসানউল্লাহ কাকা (প্রয়াত) এসেছিলেন, আমার পাশে থেকে সাহস যুগিয়েছেন। তিনি বলেন, আজকে যে জায়গায় খেলা হচ্ছে এটা শেখ রাসেল পার্ক। এটা ১৮একর রেলওয়ের জায়গা। এক সময়ে রেলওয়ের বস্তি ছিল। এখানে এমন কোন কাজ নাই যেগুলো হতো না যেমন মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ নানা কিছু। সিটি করপোরেশন তখন এটাকে উচ্ছেদ করে। আমি অনেকটাই জোর জবস্তি করে দখল করেছি। অনেক বাধা বিপত্তির পর উচ্ছেদ করে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে পার্কটি করা হয়েছে। আশা করছি রেলওয়ে আমাদের জায়গাটি বুঝিয়ে দিবেন। আশা করছি আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী এ পার্কটি উদ্বোধন করবেন। এখানে চারুকলা ইন্সটিটিউট করা হয়েছে, এখানে মাঠে আছে, লেক আছে। মেয়র বলেন, সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৮টি মাঠের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকিগুলো করতে পারিনি। কারণ জায়গার অভাব। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন শিশুদের জন্য মাঠ পার্ক করতে হবে, মাঠ করতে হবে, পার্ক করতে হবে সেখানে আমরা জায়গা পাইনি। স্মার্ট নগরী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করতে হলে সিটি করপোরেশন এলাকাতে যত জায়গা আছে শর্ত সাপেক্ষে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা মাঠ করে দিব, পার্ক করে দিব, জনগণের চলাচলের জন্য উপযোগী করে দিব। মাদক দূর করতে সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করতে পারবে। আইভী বলেন, আমাদের দুটি মাঠ ক্রীড়া সংস্থা দখল করে রেখেছে। জেলা ক্রীড়া সংস্থা থেকে মাঠগুলোতে খেলা হয় না। টুর্নামেন্ট ছাড়ে না বিধায় পরিত্যাক্ত অবস্থা পড়ে থাকে। আমার দুইটা মাঠ ওদের কাছে আছে। আমি অনুরোধ করবো আমাদের মাঠ আমাদের দিয়ে দেওয়া হোক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুব লীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা