আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৫

উত্তাল না’গঞ্জের রাজনীতি!

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাল্টা পাল্টি সমাবেশে উত্তপ্ত রাজনীতির মাঠ। সরকারি দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য যুগপুৎ আন্দোলন থেকে শুরু করে পদযাত্রার মাধ্যমে বিক্ষোভ সভা করে যাচ্ছে বিএনপি। অপর দিকে বিএনপির এই আন্দোলনকে দমানোর জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি সমাবেশের পর এবার রাজপথে নেমেছেন প্রতিহত করার জন্য। আজকে আওয়ামী লীগ মাঠে নামলে কালকে বিএনপি মাঠে নামে। তাদের পাল্টা পাল্টি আন্দোলনে পাটা পুতার মত পিশে যায় মানুষ। কেননা তাদের আন্দোলনে যখন সড়কে যানজট তৈরী হয় তখন মানুষ ভোগান্তিতে পরে। আর এতে করে মানুষ পিষে যায়। এদিকে বিএনপি একের পর এক আন্দোলন করে যাচ্ছে। কখনো জেলা মহানগর মিলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে বিক্ষোভ সভা করেন, আবার কখনো পদযাত্রা করে মানুষের অধিকার আদায়ে সড়কে মিছিল করেন। এমনকি বিএনপি ইউনিয়ন পর্যায়েও পদযাত্রা করেছেন। তাদের বিপরীতে আওয়ামী লীগ কখনো শান্তি সমাবেশ, আবার কখনো প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন জেলা মহানগর আওয়ামী লীগ। এমনকি তাদের থানা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতারাও রাজপথে নেমে প্রতিবাদ সভা করেন বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে। আর এনিয়ে রাজনীতিতে এক উত্তাল পরিবেশ তৈরী হয়েছে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে টান টান উত্তেজনা চলছে। আগামী নির্বাচন পর্যন্ত এই পরিবেশ চলতে পারে। দলীয় সুত্রমতে জানাযায়, মহানগর বিএনপি ১০ দফা দাবী বাস্তবায়নের জন্য নগরীর খানপুর এলাকায় পদযাত্রা বের করেন। অপর দিকে আওয়ামী লীগ প্রতিবাদ মিছিলের মাধ্যমে বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করার জন্য ঘোষনা করেছে। আর এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক উত্তাল পরিবেশ তৈরী হয়েছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। জানাযায়, সম্প্রতি ২১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিএনপির জনসমাবেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। তার এইে বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ সারাদেশে রাজপথ উত্তাল করেছেন। তারই প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মহানগর এবং সকল থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে মিছিলের নগরীতে পরিনত করেছেন। বিএনপির এই নেতাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। রীতিমত তারা রাজপথে নেমে মিছিলের মাধ্যমে পুরো জেলাতে এক উত্তাল পরিবেশ তৈরী করেছে। তাদের এই প্রতিবাদের রেশকাটতে কাটতে না কাটতেই গত মঙ্গলবার দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে পদযাত্রা বের করেন। তাদের এই পদযাত্রায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কারও জীবন নিতে চাই না। কাউকে আঘাত করতে চাই না। আমরা চাই শেখ হাসিনার শাসন ব্যবস্থার অবসান হোক। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সেখানে দেশের জনগণ যাকে ভোট দিবে তিনিই সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী বলেছেন আমি কাউকে ভয় করি না। তিনি মৃত্যুকে ভয় করেন না কিন্তু উনি সুষ্ঠু নির্বাচনকে ভয় করেন। এছাড়া তার আগের দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সকল থানায় উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেন। দেখাযায় সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। সেই সাথে মহানগর বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেন, আজকে বিএনপি কথায় কথায় আমাদেরকে গনতন্ত্রের কথা বলে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র রাজপথে থেকে আমরা মোকাবেলা করবো। বিএনপিকে সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। তাদের রাজপথে প্রতিহত করা হবে। প্রতিবাদ সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রাজপথের মধ্যে আমরা আজ জানিয়ে দিবো যে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পিছিয়ে নেই। আমরা ওই সকল ব্যক্তিদের দাঁত বাঙ্গা জবাব দিবো। কোন গোষ্টি আজ আমাদের নেত্রীকে হুমকি দিলে আমরা বসে থাকবো না। আগামী দিনে বিএনপির কোন ব্যাক্তি যদি আওয়ামী লীগের কাউকে নিয়ে কটুক্তি করে তাহলে তার জিভ টেনে ছিড়ে ফেলবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা