
ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধু মারা না গেলে আমরা দিক নির্দেশনা দেয়ার মতো একজন লোক পেতাম। ওরা আমাদের কোন ক্ষতি করতে পারেনি, বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের জয় হয়নি; তাদের পরাজয় হইসে। একজন ভালো মানুষের দিক নির্দেশনা পেলে একটি জাতি বা একটি সংসারে উন্নতি দেখা যায়। অতঃপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্ব নিলেন, ওনাকে জোর করে দায়িত্ব দেয়া হলো।’ গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবার্ধনা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন। সেলিম ওসমান বলেন, এবারের মতো এত আনন্দঘন ইদ আমি আগে দেখি নাই। ইদ করার পর ১৫দিন কেউ শহরের আসে নাই, সবাই দেশের বাড়ি চলে গেছে। শান্তিতে সবাই সবার বাড়িতে চলে গেছে। যেখানে যেতে ৭-৮ ঘন্টা সময় লাগতো সেখানে মানুষ অর্ধেকেরও কম সময়ে চেলে গেছে। তিনি বলেন, আজ আমাদের একটা অর্থনৈতিক দুর্যোগ চলছে, শুধু আমাদের না সারা বিশ্বেই এই দুর্যোগ চলছে। আজ সবচেয়ে করুন অবস্থা হচ্ছে এক্সপোর্ট-ইনপোর্টার যারা আছে। রাস্তার ভিখারি থেকেও খারাপ অবস্থা। বিদেশিরা যে আমাদের দুইটা টাকা বাড়ায় দিবে, ওরাও তো ফকির। পেয়াজের দাম কমাতে বলা হচ্ছে, না হয় পেয়াজ ইনপোর্ট করা হবে। আরে পেয়াজ ইমপোর্ট করতে করতে তো কোরবানির ইদ চলে যাবে। আর সিন্ডিকেট কি করছে, যতদিন না পেয়াজ ইমপোর্ট হয় ততদিন দাম বাড়ায় রাখছে। সরকারের পাওয়ার বেশি নাকি সিন্ডিকেটের পাওয়ার বেশি। আমাদের কন্ট্রোল নাই, আমাদের মাঝে লোভি আছে, বাটপার আছে, খারাপ মানুষ আছে। যে ভালো মানুষ খারাপ হয়ে গেছে তাদের সহজে ভালো করা যায় না। তিনি আরও বলেন, মানীয় প্রদানমন্ত্রী বলেছেন কোন সংগঠন পা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে ডিগ্রির সার্টিফিকেটটা অন্তত লাগবে। কিন্তু দেখা যায় স্থানীয় মাতব্বর চেয়ারম্যানরা স্কুলের সভাপতি হয়ে বসে আছে। এখন আমি কি করবো। তবে, সুশিক্ষত মানুষ গুলো আমার চাই। আমাকে এখন যতই সম্মান দেয়া হোক না কেন, আমি যদি মানুষ না হই তাহলে কাজ করতে পারবো না। নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে সংবার্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও আইএফআইসি ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখার চিফ ম্যানেজার আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সবাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ হরমুজ আলী, উপাধক্ষ্য ড. ফজলুল হক রুমন রেজাসহসহ কলেজের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯