আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

কে বেশী শক্তিশালী সরকার নাকি সিন্ডিকেট: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধু মারা না গেলে আমরা দিক নির্দেশনা দেয়ার মতো একজন লোক পেতাম। ওরা আমাদের কোন ক্ষতি করতে পারেনি, বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের জয় হয়নি; তাদের পরাজয় হইসে। একজন ভালো মানুষের দিক নির্দেশনা পেলে একটি জাতি বা একটি সংসারে উন্নতি দেখা যায়। অতঃপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্ব নিলেন, ওনাকে জোর করে দায়িত্ব দেয়া হলো।’ গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবার্ধনা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন। সেলিম ওসমান বলেন, এবারের মতো এত আনন্দঘন ইদ আমি আগে দেখি নাই। ইদ করার পর ১৫দিন কেউ শহরের আসে নাই, সবাই দেশের বাড়ি চলে গেছে। শান্তিতে সবাই সবার বাড়িতে চলে গেছে। যেখানে যেতে ৭-৮ ঘন্টা সময় লাগতো সেখানে মানুষ অর্ধেকেরও কম সময়ে চেলে গেছে। তিনি বলেন, আজ আমাদের একটা অর্থনৈতিক দুর্যোগ চলছে, শুধু আমাদের না সারা বিশ্বেই এই দুর্যোগ চলছে। আজ সবচেয়ে করুন অবস্থা হচ্ছে এক্সপোর্ট-ইনপোর্টার যারা আছে। রাস্তার ভিখারি থেকেও খারাপ অবস্থা। বিদেশিরা যে আমাদের দুইটা টাকা বাড়ায় দিবে, ওরাও তো ফকির। পেয়াজের দাম কমাতে বলা হচ্ছে, না হয় পেয়াজ ইনপোর্ট করা হবে। আরে পেয়াজ ইমপোর্ট করতে করতে তো কোরবানির ইদ চলে যাবে। আর সিন্ডিকেট কি করছে, যতদিন না পেয়াজ ইমপোর্ট হয় ততদিন দাম বাড়ায় রাখছে। সরকারের পাওয়ার বেশি নাকি সিন্ডিকেটের পাওয়ার বেশি। আমাদের কন্ট্রোল নাই, আমাদের মাঝে লোভি আছে, বাটপার আছে, খারাপ মানুষ আছে। যে ভালো মানুষ খারাপ হয়ে গেছে তাদের সহজে ভালো করা যায় না। তিনি আরও বলেন, মানীয় প্রদানমন্ত্রী বলেছেন কোন সংগঠন পা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে ডিগ্রির সার্টিফিকেটটা অন্তত লাগবে। কিন্তু দেখা যায় স্থানীয় মাতব্বর চেয়ারম্যানরা স্কুলের সভাপতি হয়ে বসে আছে। এখন আমি কি করবো। তবে, সুশিক্ষত মানুষ গুলো আমার চাই। আমাকে এখন যতই সম্মান দেয়া হোক না কেন, আমি যদি মানুষ না হই তাহলে কাজ করতে পারবো না। নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে সংবার্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও আইএফআইসি ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখার চিফ ম্যানেজার আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সবাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ হরমুজ আলী, উপাধক্ষ্য ড. ফজলুল হক রুমন রেজাসহসহ কলেজের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা