
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে যমুনা ও মেঘনা ডিপোর তেল চোর সিন্ডিকেটের হোতারা। প্রশাসনের কিছু দূর্নীতিবাজ কর্মকর্তা ও বর্তমান ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের ম্যানেজ এই তেল চোর সিন্ডিকেট চালিয়েছে যাচ্ছে তেল চুরির মহোৎসব। ইতিপূর্বে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও র্যাপিট এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব) কয়েক দফা অভিযান পরিচালনা করে চোরাই তেল সহ এই সিন্ডিকেটের বেশ কয়েকজন তেল চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করলেও আইনের ফাঁক গলে জামিনে বের হয়ে আবারও তারা তেল চুরিতে সক্রিয় হয়ে উঠেন। ফতুল্লা মডেল থানার দুইশ গজ দুরে যমুনা ও মেঘনা তেলের ডিপো। তার সন্নিকটে গড়ে উঠা তেলচোরদের টং দোকানেই চলে দিন রাত চোরাই তেলের জমজমাট ব্যবসা। বিশেষ সূত্রে জানা যায়, যমুনা ও মেঘনা ডিপোর তেল চোর সিন্ডিকেট নিয়ন্ত্রন করছেন ফাজেলপুরের আবু সালাম ও জামাই ইব্রাহিমসহ বেশ কয়েকজন। এদের নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে টং দোকানের মাধ্যমে যমুনা ও মেঘনা ডিপোর তেল চোরের সিন্ডিকেট। সরকারী ভাবে বিস্ফোরক লাইসেন্স না থাকলেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব টং দোকানগুলোতে মজুদ রাখা হচ্ছে পেট্রোলিয়ামের মত ভয়ংকর জ্বালানী তেল। ইতিপূর্বে টং দোকানের মজুদ রাখা পেট্রোলিয়ামের মাধ্যমে বেশ কয়েকটি বিস্ফোরনে প্রানহানির মত ঘটনা ঘটলেও প্রশাসন এদের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন করছে না। অবৈধ ভাবে গড়ে ওঠা এসব টং দোকান থেকেই চোরাই তেল ট্যাংলরীর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করা হচ্ছে বলে জানা যায়। স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, এক সময় যমুনা ও মেঘনা ডিপোর ট্যাংলরী ধোয়া মোছার কাজ করে নুন আনতে পান্তা ফুরাতো। সময়ের বিবর্তনে উল্লেখিত তেল চোরেরা আজ তারা তেল চুরির মাধ্যমে বিশাল অর্থের মালিক বনে গেছেন। বর্তমানে তাদের রয়েছে গাড়ি, বাড়িসহ নামে বেনামে প্রচুর সম্পত্তি। তেল চুরির দায়ে ইতিপূর্বে বেশ কয়েকটি মামলার আসামী হয়ে একাধিক বার জেল যেতে হয়েছে এই তেল চোর সিন্ডিকেটের কর্তাব্যক্তিদেরকে। তারপরও তেলচুরি যেন তাদের কাছে মহৎ ব্যবসায় পরিনত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এ সকল তেল চোরেরা প্রতিদিন ডিপো থেকে বের হওয়া ট্যাংলড়ি থেকে বিভিন্ন পন্থায় তেল চুরি করে মজুদ গড়ে তোলে। পরে তা বিভিন্ন শিল্প কারখানায় জেনারেটরে জালানী হিসেবে ব্যবহার করছে পাশাপাশি ফতুল্লা লঞ্চঘাট দিয়ে দেশের বিভিন্ন জেলার তেল ব্যবসায়ীদের কাছে বিক্রি কওে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। তারা আরও বলেন, প্রতিটি পেট্রোল পাম্পে বিভিন্ন গাড়িতে প্রতি লিটাওে যে পরিমানে তেল কম দেয়া হয়ে থাকে তার একমাত্র কারন হচ্ছে এ গুনধর তেল চোরের সিন্ডিকেট। কারন প্রতিটি ৯ হাজার লিটার ধারন সম্পন্ন একটি ট্যাংলড়ি হতে সর্বনিন্ম ৪০ লিটার তেল চুরি করছে এবং সরকারী-বেসরকারী বিভিন্ন মিল-ফ্যাক্টরীর জন্য নেয়া ট্যাংলড়ি থেকে ২/৩ ব্যারেল তেল সরিয়ে ফেলছে এ তেল চোরের সিন্ডিকেট। এ তেল চুরির টাকা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন দলীয় ও শ্রমিক নেতার পকেটে ঢুকছে। এ বিষয়ে যমুনা ও মেঘনা ডিপোর তেল চোর সিন্ডিকেটের অন্যতম হোতা আবু সালামের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই এগুলো মিছা কথা। গাড়ির ড্রাইভাররা গাড়ি পরিস্কারের সময় ২/১ লিটার তেল পায় আমরা সেইগুলো কিনি। ইতিপুর্বে তেল চুরির দায়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভাই এগুলো ১৫ বছর আগের কথা। আমি এ কাজ ( তেলচুরি ) করিনা। এ বিষয়ে যমুনা ও মেঘনা ডিপোর তেল চোর সিন্ডিকেটের অপর হোতা জামাই ইব্রাহিম বলেন,গাড়ির ড্রাইভারদের কাছ থেকে ১৫/২০ লিটার করে তেল কিনি। ডিপোর ভিতরে মিটারম্যানদের কাছ থেকেও তেল চুরির ব্যবস্থা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেণ,ঐখান থেকে আমরা পাইনা। ঐগুলো হিমেল ও তার বাহিনীর সদস্যরা করে। ইতিপুর্বে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তেল চুরির দায়ে এমন জবাবে তিনি বলেন, ঐটা ফখরুদ্দিনের আমলে হয়েছে। তাছাড়া আমরা পুলিশ প্রশাসনকে টাকা দিয়েই এ রকম ব্যবসা ও অপরাধ করি। তাদের টাকা না দিয়ে কি এমন ব্যবসা করা যায় নাকি?
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯