আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৮

আ’লীগে বন্দরে পদ প্রত্যাশী যারা

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ২৭টি ওয়ার্ড কমিটি স্থগিত হওয়ার মধ্যেও প্রত্যাশী প্রার্থীদের আলোচনা চলছে। ইতোমধ্যে ১৭টি ওয়ার্ড সম্মেলন করা হলেও এখনো ওয়ার্ড নেতা নির্বাচিত করতে পারেনি মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা। ১৭টি ওয়ার্ডের মাত্র কয়েকটি ওয়ার্ডের নেতা নির্বাচিত হলেও এখনো তারা ঝুলে আছে বলে জানিয়েছে একাধিক নেতারা। এর মধ্যে ১৪নং ওয়ার্ড সভাপতি পারভেজ, ১৫নং ওয়ার্ড সভাপতি আব্দুর করিম, ১৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসাদউল্লাহ ও ১৮নং ওয়ার্ড সভাপতি কামরুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক কবির হোসাইনকে এখনো দলীয় কর্মসূচী দেখা যায়নি। ১৮ মে ঢাকা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম। পরে ১৭ মে ওই তলব সভা হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্রীয় নেতারা। এর আগে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা স্থগিত হওয়া ওয়ার্ড কমিটি গঠনে এক আলাচারিতা হয়। সেখানে শহরের ৮টি ওয়ার্ড ও বন্দরে ৯টি ওয়ার্ড নেতা নির্বাচিত করার কথা উঠে। কিন্তু শহরের ২টি ওয়ার্ডে ও বন্দরে ২টি ওয়ার্ডের কমিটি নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। এ সময় কোন ফলাফল ছাড়াই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাপচারিতা শেষ হল বলে একাধিক সূত্রে জানা যায়। মহানগর আওয়ামী লীগের বন্দর অঞ্চলে ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে। আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাপচারিতায় উঠে এসেছে কয়েকজনের নাম। তারা হলেন ১৯ ওয়ার্ড সভাপতি পদে আনোয়ার হোসেনের জসিমউদ্দিন জসু ও খোকন সাহার আলমগীর হোসেন, সেক্রেটারী পদে খোকন সাহার আসরাব উদ্দিন বাবু। ২০নং ওয়ার্ড সভাপতি খোকন সাহা’র রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক পদে খোকন সাহার আসাদুজ্জামান খোকন ও আনোয়ার হোসেনের জাহাঙ্গীর আলম। ২১নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনের এস ডি সালাউদ্দিন ও খোকন সাহা’র আরিফ, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসনের আব্দুল বাতেন ও খোকন সাহা’র খোকন, ২২নং ওয়ার্ড আনোয়ার হোসেনের শহিদ হোসেন শহিদ, সাধারণ সম্পাদক খোকন সাহা’র সবুজকে চাইলে তারই আরেকজন প্রার্থী জাকির হোসেনকে চান আনোয়ার। সবুজের বিষয়ে গুরুত্ব একাধিক অভিযোগ থাকায় তাকে নিয়ে আনোয়ার হোসেন অনেকটা বিরক্ত রয়েছেন বলে জানা গেছে। ২৩নং ওয়ার্ড আনোয়ার হোসেনের জামান ও খোকন সাহা’র সাইফুল ইসলাম দুলাল প্রধান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মশিউর রহমান সজু ও খোকন সাহা’র কমল, ২৪নং ওয়ার্ড আনোয়ার হোসেনের মোহাম্মাদ পীর মুহাম্মদ পিরু ও খোকন সাহা’র আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেনের ইউসুফ, সাধারণ সম্পাদক পদে খোকন সাহা’র সমর্থনে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি স ম নুরুল ইসলাম মেয়ের জামাতা আমজাদ হোসেন নাম রয়েছে। ২৬নং ওয়ার্ড সম্মেলনে নির্বাচিত সভাপতি হয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের ছোট ভাই মেছবাহউদ্দিন, এখানে সাধারণ সম্পাদক মনির হোসেনেন শুনা গেছে। ২৭নং ওয়ার্ড সভাপতি পদে একক রয়েছেন অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ ও সাধারণ সম্পাদক পদে একক রয়েছে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালার বিশস্থ কর্মী ইসলাম পলু। বন্দর অঞ্চলে ১৯, ২১, ২৩নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে ইতিমধ্যে আনোয়ার হোসেন ও খোকন সাহা মধ্যে সমঝোতা হয়নি। এখানে তারা দুইজনেই একটি করে পদ পাবেন বলে জানা গেছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ড সম্মেলন ছাড়া কমিটি জমা দেয়া হতে পারে কেন্দ্রে। সেখান থেকে বায়োডাটা ও বিস্তারিত জেনে তারা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। এই ১০টি ওয়ার্ডের মূলত এমপি শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের নাম আসতে পারে। একাধিক সূত্রে জানা যায়, সভাপতি আনোয়ার হোসেন যাদের নাম প্রস্তাব করবেন তারাই সকলে মেয়র আইভী নির্বাচনে পরিচালনা কমিটিতে ছিলেন। অপরদিকে সাধারণ সম্পাদক খোকন সাহা যাদের নাম প্রস্তাব করবেন তারা সকলে এমপি শামীম ওসমানের নেতা-কর্মীরা থাকছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা