আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২০

সন্ত্রাসীদের কাছে জিম্মি বন্দরের দক্ষিণাঞ্চল

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৩ | ৮:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরের সন্ত্রাসী জনি, ডালিম, রমজান, দয়াল বাহিনীর কাছে জিম্মি দক্ষিণাঞ্চলের লোকজন। বন্দরের দক্ষিনাঞ্চল খ্যাত কলাগাছিয়া ইউনিয়ন হতে মদনগঞ্জ কয়লা ঘাট পর্যন্ত এলাকা অপরাধ জগতের স্পষ্টে পরিনত হয়েছে। ভাইজানের নাম ব্যবহার করে অপরাধ জগতের সম্রাট ব্লাক জনি, ডালিম, রমজান ওরফে চুক্কা রমজান বাহিনী সন্ত্রাসী কর্মকান্ডকে ডোন্ট কেয়ার মোডে চলে। তাদের পেছনে শেল্টারদাতা রয়েছে জনপ্রতিনিধিসহ উপর মহলের হাত। তবে এ চক্রটি মূলত ভাইজানের নাম ব্যবহার করে সকল অপকর্ম করে। চক্রটির বিরুদ্ধে প্রশাসনিক কঠোর অবস্থানের কারণে ব্লাক জনিসহ তাদের একাধিক বার গ্রেফতার পূর্বক মামলা দিয়ে আদালতে পাঠালেও আইনের ফাঁক দিয়ে সহজে জামিনে বের হয়ে আসে। শুরু করে পুনরায় কর্মকান্ড। চক্রটির মূল হোতা ব্লাক জনি। যার বিরুদ্ধে হত্যা, মাদক, নৌ- ডাকাতি, তেল চুরিসহ বিভিন্ন সমাজ বিরোধী কর্মকান্ডে প্রায় ডজন খানিকের বেশি মামলা রয়েছে। ব্লাক জনি জেল হাজতে থাকলে যা, আর বাহিরে থাকলে একই বলে জানান স্থানীয় সচেতন মহল। তিন নদীর মোহনা নিয়ন্ত্রণ, মাদক সম্রাট, তেল চোরসহ নদী পথে ডাকাতি করার জন্য রয়েছে একাধিক গ্রুপ। প্রশাসনের কঠোর অবস্থানের পরও তাদের রোধ করা কষ্টকর হয়ে গিয়েছিল। অবৈধ ভাবে অর্থ উর্পাজনের প্রলোভনে একের পর ঘটনার জন্ম দিয়েই চলছিল। যার ফলসূতিতে শুক্রবার রাতে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে ক্যাপ রোমান নামের আরেক সন্ত্রাসীকে। যার বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় ডজন খানিক মামলা রয়েছে। রীতিমত ধরাকে সরা করা যাদের কাজ হয়ে পড়েছে। কতিপয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কিছু অসাধু কর্তার সাথে সখ্যতার মাধ্যমে সকল প্রকার অপকর্ম করে বহাল তবিয়তে রাজত্ব করছে। বিপাকে পড়েছে এলাকাবাসী। পান থেকে চুন কষলেই এলাকায় অরজগতা করে এলাকাবাসীকে নীরব থাকতে বাধ্য করে বলে গোয়েন্দা সংস্থা (ডিএসপি)র’ রির্পোটে প্রকাশ করেছে। বন্দরের দক্ষিনাঞ্চল সন্ত্রাস মুক্ত করতে র্যাবের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সূত্র মতে, বন্দরের কলাগাছিয়া ৩ নদীর মোহনা থেকে মদনগঞ্জ কয়লা ঘাট পর্যন্ত নদী পথে সকল প্রকার অপকর্মের জন্য ২০/২৫ জনের একটি সিন্ডিকেট রয়েছে। নদী পথে রাত হলেই তাদের দেখা মিলে বিভিন্ন রুপে। একাধিক গ্রুপ ট্রলার যোগে নদী পথে শুরু করে অপকর্ম। যাদের নের্তৃত্ব দিয়ে থাকেন ব্লাক জনি। বিভিন্ন তেলবাহী জাহাজ হতে অবৈধভাবে তেল চুরি, ডাকতি সহ মাদকের চালান পাচার করার অভিযোগ রয়েছে। মাদক সম্রাট ব্লাক জনি, দক্ষিণ ঘারমোড়া এলাকার শফিউল্লাহ ছেলে ডালিম, গুলজারের ছেলে সাদ্দাম, আলীনগর এলাকার রমজান ওরফে চুক্কা রমজানের নের্তৃত্বে চলছে যত প্রকার অপকর্ম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা