আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২০

বন্দরে আধিপত্য নিয়ে রাজু বাহিনীর হাতে তিন খুন

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৩ | ৮:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার, হত্যাকা-, মাদক, জ্বালানি তেলে ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ে ক্রমশ রক্তক্ষয়ী সংঘাতের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। উল্টো বন্দর ঘিরে গড়ে উঠছে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, যারা বিভিন্ন পাড়া মহল্লায় অশান্ত করে তুলেছে। একের পর এক হত্যার ঘটনা ঘটছে। হত্যাকা-, মাদক, জ্বালানি তেল ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির এই সহিংসতার নেপথ্য কারণগুলো কী? কারা রয়েছে এর পেছনে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। এদিকে এক মাস তেইশ দিন আগে বন্দর উপজেলার রূপালী এলাকায় মেরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সেই খুনের রেশ কাটতে না কাটতেই উপজেলার ঘাড়মোরা বাজারে ক্যাপ রোমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ‘খুনোখুনির’ এলাকা হিসেবে পরিচিত হয়ে উঠেছে বন্দর। এতে পুরো বন্দর উপজেলা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্যাপ রোমান খুনের পর অনুসন্ধানে জানা যায়, ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে জ্বালানি তেল ব্যবসার বিরোধ হওয়ায় সম্প্রতি ক্যাপ রোমান আরেকটি গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে। এরপর থেকেই ক্যাপ রোমান এলাকায় আধিপত্য বিস্তার করতে থাকে। পরবর্তীতে অনিক গ্রুপের সঙ্গে প্রভাব বিস্তার নিয়ে কয়েকবার সংঘর্ষ জড়ান। মূলতঃ অনিক বাহিনীকে শহরের একটি প্রভাবশালী পরিবার ও স্থানীয় একাধিক মামলার আসামি আকিব হাসান রাজু নিয়ন্ত্রণ করতেন। নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে খুন হয় ক্যাপ রোমান। এ হত্যাকা-ের ঘটনায় এজাহারনামীয় ১৩ নম্বর আসামি পারভেজ বন্দরে আলোচিত দুইটি হত্যা মামলার আসামি আকিব হাসান রাজুর প্রধান সহযোগী। অনুসন্ধানে আরও জানা যায়, গেল ২০১৭ সালের মে মাসে বন্দর উপজেলার সাবদী বাজারে হাফেজ আনিছকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই মামলায় এজাহারনামীয় ৫নং আসামি ছিলেন আকিব হাসান রাজু। ২০২৩ সালের ৩ এপ্রিল বন্দর রূপালীতে মেরাজুল ইসলাম খুনের মামলায়ও প্রধান আসামি আকিব হাসান রাজু। সর্বশেষ ২৬ মে উপজেলার ঘাড়মোরা বাজারে ক্যাপ রোমান খুনের আসামি হয়েছে তাঁরই প্রধান সহযোগী পারভেজ। তবে সাবদীতে হাফেজ আনিছ ও রূপালীতে মেরাজ হত্যা একই কায়দায় করা হয়েছে। দুটি হত্যার সঙ্গে আকিব হাসান রাজু জড়িত থাকলেও ক্যাপ রোমান হত্যায় তাঁর বাহিনীর দুই সদস্য অনিক ও পারভেজ জড়িত ছিলো। এর মধ্যে অনিক গ্রেপ্তার হয়েছে, অধরা রয়েছে পারভেজ। বন্দরে আলোচিত তিনটি খুনই রাজু বাহিনীর হাতে হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বন্দরে উপজেলায় আলোচিত তিনটি হত্যাকা-ের ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। এই হত্যাকা-ের পিছনেও রয়েছে আকিব হাসান রাজু। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বন্দর থানায়। তিনি নিজের নামে বাহিনী গঠন করে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা