আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৫

বিএনপির বিরোধ ভয়াবহ রূপ নিচ্ছে!

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৩ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহানগরের কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ ও সুমনের পক্ষ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ দলকে সাংঘাতের দিকে ঠেলে দিয়েছে এমন অভিমত বিএনপির একাধিক সূত্রের। এই সংঘর্ষকে কেন্দ্র করে জেলা বিএনপির আগামী দিনগুলোর কর্মসূচিতে আরো ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে বিএনপির একাধিক নেতা। তাঁদের মতে, আড়াইহাজারের দুই নেতার বিরোধ শহরে চলে আসায় শহরের নেতাদের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয়েছে। জেলা বিএনপির কর্মসূচিতে আড়াইহাজারে নেতারা অংশগ্রহণ করলেই ফের সংঘর্ষ বাঁধবে। এমনকি নিজেদের এই দ্বন্দ্বে প্রাণহানিরও আশঙ্কা করছে বিএনপির কিছু নেতা। দায়িত্বশীল নেতাদের দায়িত্ব নিয়ে এই বিরোধ মিটানো প্রয়োজন। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির বিরোধ মিটানোর চেয়ে এই বিরোধ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পূর্বের বিরোধে নতুন মাত্রা যোগ হয়েছে মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি নেতা সুমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজাদের পক্ষে রাজিবের সমর্থক এবং সুমনের পক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও তার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পরে। দুই নেতার পক্ষে পুরো মিশনপাড়া রণক্ষেত্রে পরিনত হয়। এই সংঘর্ষ থামাতে ব্যর্থ হয় মহানগরের আহবায়ক এড.শাখাওয়াত এবং সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুসহ শীর্ষ নেতারা। তাঁদের সামনেই রনি বাহিনী ব্যাপক তান্ডব চালিয়েছে এমন অভিযোগ আজাদ পন্থী নেতাকর্মীদের। রনি এবং তাঁর বাহিনীর হামলায় যুবদল নেতা রফিকুল ইসলামসহ আজাদের বেশ কিছু কর্মী সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় কোন পক্ষই থানা পুলিশের দ্বারস্থ হয়নি। মহানগর বিএনপির কর্মসূচিতে আড়াইহাজারে নেতাকর্মীদের কে ডেকেছে? এমন প্রশ্ন বিএনপিতে ঘুরপাক খাচ্ছে। মহানগরের কর্মকান্ডে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করবে। কিন্ত, জেলার বিভিন্ন থানা এলাকার নেতাকর্মীরা বিনা কারনে অংশ নেয়ার কথা নয়। কোন না কোন নেতা মহানগরের বাইরের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানোর ফলে মহানগরের কর্মকান্ডে অংশ নিয়েছে। ফলে মহানগরের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে সংঘর্ষের পর থেকে বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা আগামী দিনের জেলা বিএনপির কর্মসূচিতে ছড়িয়ে ফের সংঘর্ষের ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করছে খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একাধিক নেতা জানান, মহানগর বিএনপির পদযাত্রায় যুবদল নেতা মশিউর রহমান রনির অতিরিক্ত ভাড়াবাড়ির কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, রনি বরাবরই বিএনপির কর্মকান্ডে অংশ নিয়ে বিরোধে জড়িয়ে বিতর্কের জন্ম দিচ্ছে। দলের নেতাকর্মীদের সাথে বিরোধে জড়ানোই যেন রনি স্বভাবে পরিনত হয়েছে। তবে মহানগর বিএনপিতে নতুন করে যে বিরোধ দেখা দিয়েছে। এই বিরোধ মিটানো না গেলে আগামী দিনগুলোতে দলীয় কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা সংগঠিত হবে। দলের দায়িত্বশীল নেতাদের উদ্যোগ নিয়ে বিরোধ মিটানো প্রয়োজন। অন্যথায় এই বিরোধের জের ধরে বড় ধরনের সংঘর্ষ সংগঠিত হওয়ার আশঙ্কা করছে দলের দায়িত্বশীল সূত্র।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা