
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ কতৃপক্ষ। কিছুদিন না যেতেই অবৈধ ফুটপাত পুনরায় বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র ও মার্কেট মালিকরা। এসব অবৈধ ফুটপাত বসানোর কথা বলে হকার ও দোকানদারদের নিকট হইতে দোকান প্রতি এককালীন ১০ হাজার টাকা করে তোলার অভিযোগ উঠেছে। সেই হিসেবে ৫শত দোকান থেকে ৫০ লক্ষ টাকার চাঁদা তুলছে চাঁদাবাজ চক্র। এসব চাঁদাবাজির সাথে জড়িত হিসেবে জনৈক মাসুদ নামের এক ব্যক্তি সহ কয়েকজন মার্কেট মালিকের নাম শুনা যায়। চাঁদাবাজ চক্রটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিবি, র্যাব-১১ এর নাম ব্যবহার করে চাঁদা আদায় করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। দীর্ঘদিন যাবত নাসিক ১নং ওয়ার্ডের চিটাগাংরোড ফুটপাত থেকে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি করলেও থানা পুলিশ ও র্যাব রহস্যজনক কারনে মূল হোতাদের আইনের আওতায় আনতে পারেনি। বিভিন্ন পত্র পত্রিকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হলে লোক দেখানো দুই একজনকে গ্রেফতার করলেও মূল হোতারা রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। ফুটপাত চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে চাঁদাবাজদের মাঝে বিভিন্ন সময়ে মারামারির ঘটনাও ঘটেছে। দ্রুত এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আংশকা রয়েছে। সচেতন মহলের দাবী পুলিশকে ম্যানেজ করে অবৈধ ফুটপাত বসানো হয়। প্রতিদিন চাঁদাবাজির একটি অংশ পুলিশ পায়। যতদিন পুলিশ ভালো হবে না, ততদিন অপরাধ নির্মূল সম্ভব হবে না।চাঁদাবাজদের পাশাপাশি অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফুটপাত দোকানী বলেন, প্রশাসনকে ম্যানেজের কথা বলে আমাদের কাছ থেকে একাকালীন ৫হাজার থেকে ১০হাজার টাকা দোকান প্রতি নিয়েছে। ফুটপাতে ব্যবসা করে আমরা আমাদের সংসার চালাই তাই বাধ্য হয়ে চাঁদাবাজদের দাবীকৃত এককালীন টাকা ও প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদার টাকা দিতে হয়। চাঁদার টাকা দিতে দেরী হলেই আমাদের উপর চাঁদাবাজরা শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এসব চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং র্যাব-১১এর অধিনায়কের হস্তক্ষেপ কামনা করছি। জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে সে যেই হোক আমরা তাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯