আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৪

কেন্দ্রে ধর্ণা না’গঞ্জ আ’লীগের!

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৩ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট হঠাৎ কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাদের দরবারে ধর্ণা দেয়ার হিড়িক পড়েছে। যার ফলে সম্মেলনের পর এবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে স্থানীয় নেতারা কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। সম্প্রতি জেলা আওয়ামীলীগের একাংশের নেতারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও আঃ রাজ্জাকের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে জেলা আওয়ামীলীগের অপর একটি গ্রুপ কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাতের প্রস্তুতি নিয়েছেন। একই সাথে মহানগর আওয়ামীলীগের নেতারাও কিছু দিনের মধ্যে কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করতে যাবেন। হঠাৎ কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাদের সাক্ষাতের বিষয়টিও আলোচনা শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করলেও বরাবরই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাদের প্রতি নাখোশ কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দলীয় কোন্দলের কারণে কেন্দ্রীয় নেতারা ক্ষিপ্ত থাকায় বর্তমানে কেন্দ্রীয় সম্মেলনের পরই কেন্দ্রীয় নেতাদের আস্থা অর্জন করতে স্থানীয় নেতারা সাক্ষাৎ করছেন। মূলত ২০২০ সালেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠনের গুঞ্জন চলছে। তবে কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদ উর্ত্তীণ মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠন করার কথা থাকলেও তা হয়নি। তাই কেন্দ্রীয় সম্মেলনের পর সবচেয়ে বেশি আলোচনার রয়েছে মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠনের বিষয়টি। জানাগেছে, ২০১৫ সালের ২৬ নভেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেয়া হয়েছিল। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার পর পরই একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। যা বর্তমানেও চলমান রয়েছে। মহানগর আওয়ামীলীগের কমিটির মেয়াদ শেষে গত বছরের শেষের দিকে সম্মেলনের কথা থাকলেও রহস্যজনক কারনে সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় নেতৃনৃন্দ। এছাড়াও বিভক্তির কারণে মহানগর আওয়ামীলীগের কর্মীবিহীন নেতারা দাপুটে হয়ে উঠেন। এছাড়াও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের বিভাজনের নেপথ্যে মহানগর আওয়ামীলীগের হাতেগুনা কয়েকজন নেতা দাবী বলে মন্তব্য করেছেন মাঠ পর্যায়ের নেনতাকর্মীরা। তারা বলছেন, মহানগর আওয়ামীলীগের কিছু নেতা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন। তাই মেয়াদ উত্তীর্ণ মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই মহানগর আওয়ামীলীগের নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে সেজৈন্য সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। অপর দিকে, গত বছরের শেষের দিকে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহিদ বাদলকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কমিটি ঘোষনার দিন থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামীলীগের নেতারা এক টেবিলে সবতে পারেনি। বরং জেলা আওয়ামীলীগের নেতারা পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তাই কমিটির মেয়াদ থাকলেও দলকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে ছুটছেন জেলা আওয়ামীলীগের নেতারা। এরই মধ্যে জেলা আওয়ামীলীগের একাংশের নেতারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও আঃ রাজ্জাকের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আর বাকি নেতারা অচিরেই কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। তাই কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাদের সাক্ষাতের হিড়িক দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অচিরেই জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা