আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৫

ক্ষমতার জন্য আন্দোলন করি না: গিয়াস

ডান্ডিবার্তা | ৩১ মে, ২০২৩ | ১০:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যোগ্য নেতৃত্বদানকারীরাই আগামীতে কমিটিতে আসবে। কমিটিতে কেউ স্থান না পেলে আরজকতা করবেন না। নিজের স্বার্থের জন্য দলে কেউ গ্রুপিং করবেন না। আমি যতদিন দায়িত্বে আছি, কেউ যদি কোন্দল সৃষ্টি করে তাকে ছাড় দেয়া হবে না। যত বড় নেতাই হন। কারণ দলের ক্ষতি করবেন আর সেটা চেয়ে চেয়ে দেখবো সেটা হবে না। কমিটি হলে তা মেনে নিয়ে চুপ হয়ে থাকবেন, কেউ কোন কথা বলবেন না। গতকাল মঙ্গলবার সকালে ভূইঘর কাজী পাড়া কুতুবপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেনের বাড়ির সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কে নেতা হবে জানি না। বিএনপি করে এমন কেউ প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এটা জানি। তাহলে অসুবিধা কী। অনেক যোগ্য নেতা আছে। যে হয় তাকেই আমরা মেনে নেব। গিয়াসউদ্দিন আরও বলেন, খুব শিঘ্রই জেলা বিএনপির কাউন্সিল হবে। সেখানে আনন্দ উদ্দীপনা ও তরুণ নেতৃত্বের একটা চমক থাকবে বলে আমি বিশ্বাস করি। ২২ বছর পর এই কাউন্সিল হবে। আমি আপনাদের সাহায্য চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যাতে সম্মেলন না হয়। যেকোন কিছুর মূল্যে এটা প্রতিহত করতে হবে। মুহম্মদ গিয়াসউদ্দিন বলেন, কেউ কেউ হুঙ্কার দিয়ে বলেন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমরা তো ক্ষমতার জন্য আন্দোলন করি না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করি। আপনারা ক্ষমতায় থাকতে চান আরও একশো বছর থাকেন। আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মত কারচুপির নির্বাচন করতে চায়। আমরা বলি এদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না। আমরা চাই তাদের বাদ দিয়ে একটি সরকার হতে হবে। যাদের মাধ্যমে নির্বাচন হবে। গিয়াসউদ্দিন বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। কারন জনগণ আজ তাদের বিশ্বাস করে না, ভালবাসে না। তাই আজ দেশের মধ্যে ১৯৭১ সালের যে লক্ষ্য ছিল সেই একান্ন বছর আগের আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেন, সরকারি দলের যারা আছেন তাদের বলতে চাই দোষ আপনাদের। জনগণের জন্য আপনারা কাজ করেননি। নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। অনেকে অনেক বড় বড় বক্তৃতা দেন। এটাই তাদের কাল হয়ে গেছে। অহমিকা আল্লাহ পছন্দ করে না। তাই তারা যা বলে তাতেই ক্ষতিগ্রস্ত হয়। আর দোষ দেয় বিএনপিকে। তাদের মুখের ভাষাই তাদের জন্য যথেষ্ট। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আব্দুল বারি ভূইয়া’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, বিপি রাজিব, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. শহিদুল্লাহ, রিয়াদ মাহমুদ চৌধুরী, আলাউদ্দিন খন্দকার শিপন, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাদবর, আশফাকুল আলম হিমেল, দ্বিন ইসলাম দিলু,ফতুল্লা থানা যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাদবর, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল ভূইয়া, ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুবায়ের আহমেদ জাবেদ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা