আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৮

র্পূবাচল উপশহররে ক্ষতগ্রিস্থদরে মানববন্ধন

ডান্ডিবার্তা | ০১ জুন, ২০২৩ | ১০:৪৫ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রাজউকরে র্পূবাচল উপশহররে মূল অধবিাসী ও ক্ষতগ্রিস্থদরে মধ্যে প্লট বরাদ্দরে দাবতিে গতকাল বুধবার মানববন্ধন ও বক্ষিোভ করছেে এলাকাবাসী। র্পূবাচলবাসী কল্যাণ সোসাইটরি উদ্যোগে আয়োজতি এ মানবন্ধনে প্লট বঞ্চতিরা অংশ নয়ে। তনিশ’ ফুট সড়ক নামে পরচিতি ঢাকা-কুড়লি-কাঞ্চন সতেু সড়করে র্পূবাচলরে সমু র্মাকটেরে সামনে তারা এ মানববন্ধন ও বক্ষিোভ কর।ে বক্ষিোভকারীরা র্পূবাচলরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি শষেে সমু র্মাকটেরে সামনে সভা কর।ে সভায় সভাপতত্বি করনে র্পূবাচলবাসী কল্যাণ সোসাইটরি সভাপতি ও রূপগঞ্জ ইউনয়িন পরষিদরে চয়োরম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দনি ভুঁইয়া সভায় বক্তব্য রাখনে কালীগঞ্জরে নাগরী ইউনয়িন পরষিদ চয়োরম্যান ও সোসইটরি সাধারণ সম্পাদক অলউিল ইসলাম, সোসাইটরি র্কমর্কতা দীন মোহাম্মদ দলিু, সয়ৈদ মারফত আলী, ইমন হাসান খোকন, মোহন ময়িা, আক্তারুজ্জামান, হাজী মানকি আলী প্রমুখ। সভায় বক্তারা বলনে, র্পূবাচলরে মূল অধবিাসী ও ক্ষতগ্রিস্থদরে মধ্যে যারা এখনও প্লট পায়নি তাদরেকে অবলিম্বে প্লট বরাদ্দ দতিে হব।ে স্বামী প্লট পলেে স্ত্রী পাবনো, স্ত্রী প্লট পলেে স্বামী পাবনো এই নতুন র্শত বাতলি করে জম,ি ঘরবাড়ি ও গাছপালার ক্ষতপিূরণ বলি উত্তোলনসহ সকল র্শত পূরন করে বরাদ্দ প্রাপ্তদরে প্লট বাতলি করা যাবে না। র্পূবাচলরে মসজদিরে তনি কাঠার প্লটকে দশ কাঠার প্লটে উন্নীত করতে হব।ে সাধারণ ক্যাটাগরতিে প্লট হস্তান্তররে ফি ৫০ হাজার টাকা আর মূল অধবিাসীদরে প্লট হস্তান্তল ফি ২লাখ ৫০ হাজার টাকা এ বষৈম্য দুর করতে হব।ে র্পূবরে ন্যায় ক্ষতগ্রিস্থদরে ক্ষত্রেে ৩১ শতাংশ জমি থাকলইে প্লট বরাদ্দ দতিে হব।ে অভাব অনটন ও অজ্ঞতার কারনে কস্তিরি টাকা জমা দতিে না পারা মূল অধবিাসীদরে প্লট বরাদ্দরে কস্তিরি টাকা পরশিোধরে সময় সীমা বৃদ্ধি করতে হব।ে র্পূবাচলবাসীর বনিোদন ও সামাজকি অনুষ্ঠান বাস্তবায়নরে জন্য র্পূবাচল সোসাইটকিে ২০০ কাঠা জমি বরাদ্দ দতিে হব।ে র্পূবাচলে চাকরীর ১০ ভাগ কোঠায় মূল অধবিাসীদরে চাকরী দতিে হব।ে র্পূবাচলবাসীর এসকল ন্যায্য দাবি আগামী ৭ দনিরে মধ্যে পূরণ করা না হলে ৭ জুন ঢাকার রাজউক ভবনরে সামনে অনর্দিষ্টিকালরে জন্য অবস্থান র্কমসূচি পালন করা হব।ে




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা