আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

না’গঞ্জে দাপুটে ভুয়া সাংবাদিকেরা

ডান্ডিবার্তা | ০১ জুন, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রির্পোট নারায়ণগঞ্জে সাম্প্রতিককালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন অভিযান পরিচালিত না হওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ নারায়ণগঞ্জ মাদক ব্যবসার ট্রানজিট রুট হিসেবে পরিচিত। এই ব্যবসার সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যেমন জড়িত তেমনি বিশেষ মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা নারায়ণগঞ্জে মিডিয়ার পরিচয় ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও কয়েক বছর আগে সংবাদ পত্রকে ব্যবহার করে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছিল। কিন্তু বর্তমানে সে অভিযান বন্ধ রয়েছে। তাই রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে নামধারী কিছু সাংবাদিক এই পেশায় জড়িয়ে পড়েছে। প্রশাসনিক শিথিলতার কারনে সমাজে মাদক ব্যবসা যেমন বাড়ছে তেমনি এই পেশায় শুধু সাংবাদিক নয় অনেকেই জড়িয়ে পড়েছে। বার বার প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হওয়ার অনুরোধ জানানো সত্যেও রহস্যজনক কারনে পুলিশের ভূমিকা নিয়ে পেশাদার সাংবাদিকরা হতাশ। নারায়নগঞ্জে প্রশাসনের শিথিলতার কারনে সংবাদপত্র পেশা একটি বির্তকিত পেশায় রূপ নিতে চলেছে। রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকদের সমাজের বিবেক না বলে নারায়ণগঞ্জে নামধারী সাংবাদিকরা এখন সমাজের জন্য আতংক হয়ে উঠেছে। এই অবস্থায় পেশাদার সাংবাদিকরা নিজেদের পরিচয় দিতেও লজ্জাবোধ করে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ডিকলারেশন প্রাপ্ত দৈনিক পত্রিকার সংখ্যা ১২/১৩টি হলেও বাস্তবে কতটি দৈনিক নারায়নগঞ্জ থেকে প্রকাশিত হচ্ছে এর হিসাব খোদ প্রশাসনও দিতে পারেনি। সাংবাদিকতায় নামমাত্র কাজ করেছে এমন কয়েকজনকে সম্পাদক প্রকাশক হিসেবে স্বীকৃতি দিয়ে জেলা ম্যাজিষ্ট্রেট তাদের পত্রিকাকে ডিকলারেশন দিয়ে বির্তকিত হয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো সমাজের স্থীতিশীলতার র্স্বাথে কাজ করছেনা এমন ২/৩টি পত্রিকাকে নারায়নগঞ্জের প্রভাবশালী মহল আর্থিকভাবে সহায়তা করে চলেছে। তবে আশার কথা হলো পুলিশ যেখানে র্ব্যথ সেখানে গত কয়েক বছর আগে র‌্যাব বেশকিছু মাদকব্যবসায়ীদেরও গ্রেফতার করেছে। যাদের মধ্যে নামধারী সাংবাদিকও ছিল। আর এইসব নামধারী সাংবাদিকদের ব্যবসার পিছনে কিছু পেশাদার সাংবাদিকও জড়িয়ে পরেছে বলে অভিযোগ রয়েছে। তবে এইসব অভিযোগের সত্যতা সর্ম্পকে নিশ্চিত না হলেও যেসব সাংবাদিকের নাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আসছে তাদের অতীত কর্মকান্ড কোন অবস্থাতেই সুখকর নয়। সম্প্রতি আকস্মিকভাবে বেড়ে গেছে প্রেস, সাংবাদিক আর সংবাদপত্র স্টিকার সম্বলিত গাড়ির সংখ্যা। এর মধ্যে মটর সাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যাই বেশী। অভিযোগ উঠেছে, এসব পরিবহন দিয়ে অহরহ মাদকদ্রব্য পাচার হচ্ছে। অনেক গাড়িতে করে মাদক বিক্রিও চলছে দেদারছে। সংবাদপত্রের স্টিকার থাকায় পুলিশ কিংবা প্রশাসনের কেউ এসব পরিবহন তেমনভাবে তল্লাসি করে না। ফলে মাদক ব্যবসায়ীরা এসব স্টিকার ব্যবহার করছে ইচ্ছেমত। নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর এমন অনেক পরিবহনে এ ধরনের ষ্টিকার রয়েছে যাদের কখনই সাংবাদিক হিসেবে দেখা যায়নি। প্রশাসনকে ফাঁকি দিতেই মূলত তারা পরিবহনগুলোতে স্টিকার ব্যবহার করছে। সংশিস্নষ্ট একটি সূত্র জানান, নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের গাড়ি রয়েছে হাতে গোনা কয়েকটি। কিন্তু শহরে প্রায়শই সাংবাদিক লেখা গাড়ির চলাচল দেখা যায় প্রচুর। দিন দিন এ গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। এসব পরিবহনে মাদক ব্যবসা ছাড়াও মাদকদ্রব্য উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ কোন অভিযান না থাকায় নারায়ণগঞ্জের প্রত্যেকটি পাড়া-মহল্লায় গড়ে উঠেছে একাধিক মাদক স্পট। ধীরে ধীরে মাদকের করাল গ্রাসের শিকার হচ্ছে যুব সমাজ এবং কলেজ পড়-য়া ছাত্ররা। অভিযোগ রয়েছে, প্রত্যেক মাদক স্পট থেকেই থানা পুলিশের কর্তা ব্যক্তিরা মাসোহারা নিচ্ছে। মূলত দেশের মাদক ব্যবসার অন্যতম ট্রানজিট পয়েন্ট নারায়ণগঞ্জ জেলা। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল হল মাদকের অন্যতম বর্ডার। শুধুমাত্র নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকাগুলোতেই প্রায় দেড় শতাধিক মাদকস্পট রয়েছে। শহরের খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তলস্ন্লা, ব্যাংক কলোনী, মাছুয়াপাড়া, আমলাপাড়া, নন্দীপাড়া, জামতলা, ধোপাপট্টি, পালপাড়া, ৫নং ঘাট, বৌ-বাজার, বাবুরাইল, নয়াপাড়া, জল্লারপাড়া, জিমখানা, নতুন জিমখানা, সূতারপাড়া, নিতাইগঞ্জ, নয়ামাটি, বালুরমাঠ, শহরের শহীদ মিনার এলাকা, ফতুল্লার কুতুবাইল, রেললাইন, কাঠেরপুল, পৌষার পুকুর পাড়, দেওভোগ, শিবু মার্কেট, নতুন স্টেডিয়াম এলাকা, বাড়ৈভোগ, মাসদাইর, ইসদাইর, সস্তাপুর, পুলিশ লাইন, গাবতলীসহ প্রায় প্রত্যেক মহল্লায় এখন হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। এসব এলাকার পাশাপাশি ফতুল্লার বিশাল বিসিক এলাকাতেও মাদকের ব্যবসা চলছে। দেশ ব্যাপী মাদকের বিরুদ্ধে সরকার জেহাদ ঘোষনা করেছে। নারায়ণগঞ্জেও এ অভিযান চলছে। তবে নারায়ণগঞ্জে কত গুলি অন-লাইন কিংবা সংবাদ পত্র রয়েছে তার সঠিক হিসেব জেলা ম্যাজিস্ট্রেটও জানে কিনা সন্দেহ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা