আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২১

উজ্জীবীত স্বেচ্ছাসেবক লীগ নেতারা

ডান্ডিবার্তা | ০৩ জুন, ২০২৩ | ৯:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন্দর অঞ্চলের ১৯-২৭ ওয়ার্ডের সম্মেলনের পর জেলা ও মহানগর শাখার সম্মেলনের দিকে ছুটছে কেন্দ্রীয় নেতারা। ওই সম্মেলনের প্রধান অতিথি হয়ে থাকতে যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নিয়ন্ত্রক বাহাউদ্দিন নাছিম। থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক বাবুসহ সিনিয়র নেতৃবৃন্দ। মহানগর অন্তুর্ভুক্ত ১ থেকে ২৭ ওয়ার্ড ও সদর থানা কমিটি দেয়া হলেই জেলা মহানগর সম্মেলন করা হবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন্দর অঞ্চলের ১৯-২৭ ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এ সম্মেলনকে ঘীরে উজ্জীবীত হয়ে উঠছে নেতাকর্মীরা। প্রস্তুতিমূলক সভায় ৭ জুলাই বন্দর অঞ্চলের ১৯, ২০, ২১নং ওয়ার্ড, ৮ জুলাই ২২, ২৩, ২৪নং ওয়ার্ড ও ৯ জুলাই ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের সম্মেলন তারিখ ঘোষণা করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা শেষে এই তারিখ ঘোষণা করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান টিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহের উদ্দিন আহম্মেদ সানি ও জামির হোসেন রনি প্রমুখ। তিনটি সম্মেলন হবে সুরুজ্জামাল টাওয়ার কমিউনিটি সেন্টারে। এই সম্মেলনগুলো সফল করার জন্য জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রত্যাশীদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। এর আগে, নারায়ণগঞ্জ মহানগর অন্তুর্ভুক্ত ১ থেকে ১৮ ওয়ার্ড ও নারায়ণগঞ্জ সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীকে নিয়ে সদর থানা ও মহানগর অন্তুর্ভুক্ত ১ থেকে ১৮নং ওয়ার্ড কমিটি ঝুলে আছে। মে মাসে কমিটি দেয়ার নির্দেশনা থাকলেও দেশের কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন চলমান হওয়ায় দিতে পারেনি বলে নেতারা জানান। জানা যায়, ২৭ মার্চ মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ সদর থানা ও মহানগর অন্তুর্ভুক্ত ১০ থেকে ১৮নং ওয়ার্ড কমিটির ঘোষণা দেয়ার কথা ছিল দায়িত্বপ্রাপ্ত নেতাদের। সম্মেলনের মাত্র ১ মাসের মধ্যে কমিটি ঘোষণার মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কিন্তু নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক পদে রানা আহম্মেদ রবি ও রফিকুল ইসলামের মধ্যে জোরালো তদবিরে আটকে পড়ে কমিটি ঘোষণা। সদর থানা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও ছাত্রনেতা শফিউল বাসার বাবু। তিনি মূলত মেয়র আইভী ও জি এম আরাফাতের সমর্থক হিসেবে পরিচিত। অপরদিকে রানা আহম্মেদ রবি সাবেক সদর থানা কমিটির যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক ছিলেন। অপরদিকে রফিকুল ইসলাম নতুন সদস্য হয়ে সাধারণ সম্পাদকে প্রার্থী হন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছগির আহম্মেদ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের আশীর্বাদে। তাঁরা দুইজনই এই পদে তাকে দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে তদবিরও করেছেন। এর কারণে কেন্দ্রীয় সভাপতি ও দায়িত্বশীল নেতারা আরো জেনে শুনে সঠিক নেতাকে এই পদে দায়িত্ব দেয়া জন্য সময় চান। অন্য জেলা কমিটির ঘোষণার পর নারায়ণগঞ্জ সদর থানা ও মহানগরের ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এদিকে সদর থানা কমিটির কারণে মহানগরের ১০ থেকে ১৮নং ওয়ার্ড কমিটিও ঝুলে রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা