
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা (বিএনপি) ঈদের আগে এই সোমবার থেকে হয়ত টুকটাক সহিংসতা করতে চেষ্টা করবে। ঈদের পর জুন মাসের পর জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য নামবে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের এক কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন শামীম ওসমান। কর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, যারা লাফালাফি করছেন আমাদের ধৈর্য কিন্তু কমে যাচ্ছে। সেদিন তাদের (বিএনপি) মিছিল হলো। সেখানে আমি একা হাজির হলাম। ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের ওপর দোষ চাপাতে চেয়েছিল। ওদের ভেতর থেকেই খবর ছিল এমনটা। আমাদের ভেতর যেমন ওদের এক দুইজন আছেন ওদের ভেতরও আমার অনেক লোক আছেন। আমি খবর পেয়ে গাড়ি নিয়ে সংসদ থেকে সরাসরি চাষাঢ়া এলাম। একা গিয়ে বিজয় স্তম্ভের সামনে দাঁড়ালাম। সাংবাদিকেরা আমাকে দেখলেন। ওদেরকেও সাংবাদিকদের কেউ কেউ জানালেন শামীম ওসমান গাড়ি নিয়ে চাষাঢ়া এলাকায় বসে আছে। ওদের মিছিল শেষ, সভাও শেষ। একা শামীম ওসমানকে দেখে যদি এই অবস্থা হয়, তাহলে এই ভীমরুলের চাক দেখলে কী করবে তারা! তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে যেসব কথা হচ্ছে আমাদের ধৈর্য কমে যাচ্ছে। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা আছেন। আমি তো কর্মী, নেতা না। সাবধান, ঘরে থাকতে পারবেন না। তিনি আরও বলেন, পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বলেছি আপনার কথা এবার শুনবো না। আপনি জাতির পিতার কন্যা। আপনি ওদের সঙ্গে গণতন্ত্রের চর্চা করুন, আমি করতে পারবো না। সারা পৃথিবীতে ত্রাহি অবস্থা উল্লেখ করে শামীম ওসমান বলেন, বিদেশে এক কেজি মাংসের দাম এখন ২৮২ দিরহাম। একজন ফোন করে বলল এখন আর বার্গার খেতে পারি না। আগে ছিল দাম ২০০ এখন ১২০০। অথচ সেই সুযোগ নিয়ে বিএনপি বাংলাদেশকে অশান্ত করতে চায়। তিনি বলেন, জাতির পিতার কন্যা আল্লাহর ওপর বিশ্বাস করে মাঠে নামেন। আর বিশ্বাস করেন আপনাদের ওপর। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। নারায়ণগঞ্জে দেখুন এই লিংক রোডের পাশে মেডিকেল কলেজ হবে, শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে। এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে উন্নয়ন হয়নি। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের গোপালগঞ্জ হলো সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা পদ পদবি চান না। তারা দেশের জন্য কাজ করতে চান। আপনারা নিশ্চই সবকিছু খেয়াল করছেন। আমি আগেই বলেছিলাম মে-জুন মাসে বাংলাদেশের রাজনীতিতে একটি চরম খেলা শুরু হবে এবং যেই খেলাটা হবে সেটা হচ্ছে এই দেশটাকে ধ্বংস করার খেলা। একদিকে বাংলাদেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য শুধু রাজনৈতিক দল না এর বাইরেও বিদেশের বহু বড় বড় শক্তি এখন বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাড়িয়েছে। আমাদের ভৌগোলিক সিমারেখা আমি সবটা আপনাদের সামনে খোলা মেলা বলতে পারবো না। আপনারা যার যার মতো করে বুঝে নিবেন। আমাদের ভৌগোলিক সীমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। তাই ভৌগোলিক সীমারেখার উপরেও বিভিন্ন শক্তির নজর পরেছে। এই নজর যারা পরেছে তারা এই দেশটাকে তাদের আয়ত্বে নিতে চায়। এবং আয়ত্বে নিতে চাওয়ার জন্য তারা প্রথম বাধা হিসেবে যাকে চিহিৃত করে তার নাম হচ্ছে আপনাদের আমাদের স্বপ্ন জাতীর পিতার কন্যা দেশরন্ত শেখ হাসিনা। শামীম ওসমান বলেন, এখন টার্গেট একটাই শেখ হাসিনাকে সরানো। এই টার্গেট নিয়ে গত এক বছর বিএনপি এবং আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন জামাতসহ আরও কিছু দল বাংলাদেশের মাঠে নেমে এসেছে। এদের উদ্দেশ্য হচ্ছে যেকোন উপায় যে কোন ভাবে যে কোন পন্থায় বাংলাদেশের নির্বাচনটাকে বন্ধ করতে হবে। অনেক দিন পর মনে হচ্ছে মাঠে নেমে খেলার সুযোগ পাবো। আপনারাও পাবেন। এমন একটা ভাব বিএনপি নেতাদের কথা বার্তায় গতকাল মির্জা আব্বাস বলতেছে পুলিশের নামে লিষ্ট করো। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লহর উপর ভরসা রেখে, আপনাদের জনগনের উপর ভরসা রেখে ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উপর ভরসা রেখে বলতে চাই বাংলাদেশে আগামী নির্বাচন তো দুরের কথা এর পরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না। এটা আমার চ্যালেঞ্জ রইলো আপনাদের সামনে। বিএনপি ক্ষমতায় আসতে পারবেও না এবং কখনো ক্ষমাতায় আসবেও না। ওরা কি করবে? ওরা তেরো চৌদ্দতে যে ঘটনা ঘটিয়েছিলো ওই ঘটনা হয়তো এখন ঐ ভাবে ঘটনাবে না। কিন্তু তার চেয়ে বেশি ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করবে। এবং বিভিন্ন ভাবে অপপ্রচার করেবে। ২০০১ এর পরে যে অত্যাচার নারায়ণগঞ্জে হয়েছে নারায়ণগঞ্জে পাঁচ বছরে আমাদের কতো মানুষকে মারা হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের হত্যা করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। আমরা ঘুমাতে পারি নাই। বছরের পর বছর আমাদের নেতা কর্মীরা দেশ ছেড়ে থাকতে হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের নামে। হঠাৎ করেই নারায়ণগঞ্জের রাজনীতিতে কিছু পরিবর্তন এসেছে। কেউ মনে করবেন না আমি অন্ধ ভাবে চলি। আমি সব এলাকার খবর রাখি। আওয়ামী লীগ করবেন ভালো কথা। আমাদের সাচ্চা আওয়ামীলীগ কর্মী দরকার। ঐ আওয়ামী লীগ দরকার নাই যে বিএনপির সাথে কিংবা অন্য কারো সাথে নিজের আখের গোছানোর জন্য নিজের ভালো থাকার জন্য সম্পর্ক রাখবেন গোপনে যোগাযোগ রাখবেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে টাকা দিয়া সাহায্য করবেন এই আওয়ামীলীগ দরকার নাই। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মতিন মাষ্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইঁয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভ্ইুয়া রাজু ও আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯