
ডান্ডিবার্তা রিপোর্ট প্রবাসফেরত স্বামীকে ওষুধ খাইয়ে শারীরিক-মানুষিক নির্যাতণ ও ৩ ফ্ল্যাট আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্ত্রী, তার পরকীয়া প্রেমিক ও স্বজনদের বিরুদ্ধে। কিন্তু, অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী। ভুক্তভোগী প্রবাসফেরত স্বামীর অভিযোগ, ‘পরকীয়া ও জালিয়াতির বিষয় সামনে আসাতেই স্ত্রীর আচরণ পাল্টে যেতে শুরু করে। এক পর্যায়ে স্ত্রী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। লোকলজ্জার ভয়ে কখনই বিষয়টি প্রকাশ্যে আনেননি।’ এ ঘটনায় প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলা করেছেন ভুক্তভোগী স্বামী ফতুল্লার আফাজ নগরের স্বপন আহম্মেদ। অভিযুক্ত স্ত্রীর নাম আফরোজা আক্তার। সে বন্দর ইউলসন রোডের আল আমিন প্রধানের মেয়ে। দশ বছর পূর্বে কোরিয়া ফেরৎ সুদর্শন স্বপন পারিবারিক সিদ্ধান্তে আফরোজার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হোন। সুখের সংসার। ভালোই চলছিল। তাদের সাত বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। সুন্দরী স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস ছিল স্বপনের। এই সুযোগে স্ত্রী তাকে ওষুধ খাইয়ে অসুস্থ্য করে নির্যাতণ করতেন। স্বপন আহম্মেদ দাবি করছেন, আফজানগরের সভাপতি আমজাদ হোসেনের সঙ্গে আফরোজার পরকীয়া। এরমধ্যে আফরোজার আরেক পরকীয়া প্রেমিক সাজু (ছদ্মনাম) বিষয়টি জেনে তেলেবেগুনে জ্বলে উঠেন। একপর্যায় তিনি স্বপন ও তার পরিবারকে আফরোজার নানা ধরণের তথ্য, তার সঙ্গে কথপোকথনের স্ক্রিনশট, ব্যক্তিগত ছবিসহ বেশ কিছু তথ্য-প্রমাণও দেন। এ নিয়ে স্বপনের সংসারে অশান্তি শুরু হলে আমজাদের পরামর্শে স্বপনের আফাজনগরের বাড়ি ছেড়ে বন্দরে চলে যান আফরোজা। পরবর্তীতে স্বপনের পরিবার বিষয়টি পারিবারিকভাবে মিটমাট করার উদ্দেশ্যে চলতি বছরের ১লা ফেব্রুয়ারি আফরোজা ও তার মাকে নিয়ে আফাজ নগরে দরবারে বসেন। কিন্তু পরকীয়া প্রেমিক আমজাদের প্ররোচনায় কোনোভাবেই সমাধানের পথে আসতে রাজি হয়নি। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে নিজ স্বামী নাহিদ হোসেন স্বপন, ননদের স্বামী নুর হোসেন, ভাশুর মোফাজ্জল এবং শ্বশুর নজরুল ইসলাম বেপারিকে আসামী করে মামলা দায়ের করেন। একই সাথে ৪৮৩৫ নম্বরের একটি দলিলমূলে জাল-জালিয়াতির মাধ্যমে স্বপনের তিনটি ফ্ল্যাট নিজনামে নামজারি করিয়ে নেন আফরোজা। এদিকে স্বপনের পরিবার এই প্রতিবেদকের কাছে আমজাদের সঙ্গে আফরোজার এবং মোহসিনের কথপোকথনের বেশ ক’টি কল রেকর্ড দেন। যা পর্যালোচনা করে স্পষ্ট বুঝা যায় আড়ালের খেলারাম আমজাদ হোসেন ও মোহসিন। এছাড়াও আগের পরকীয়া প্রেমিক সাজুর (ছদ্মনাম) দেওয়া তথ্য প্রমাণগুলোও এই প্রতিবেদকের কাছে প্রমাণ স্বরূপ দেওয়া হয়। স্বপনের পরিবার সূত্রে জানা যায়, জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের নামজারি করার ঘটনায় আদালতে বাদী হয়ে মামলা করেছেন স্বপন। এতে আফরোজা, তার মা নাসিমা, পরকীয়া প্রেমিক আমজাদ ও মোহসিনকে আসামি করা হয়। এর আগে চলতি বছরের ৭ মার্চ আফরোজার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধামকির অভিযোগ তুলে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বপন। পরবর্তীতে ১৩ মার্চ আইনগতভাবে বিবাহ বিচ্ছেদও করেন। যা ১৩ জুন কার্যকর হবে। এ বিষয়ে জানতে আফরোজা আক্তারের মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তার শ্বশুর বাড়ির লোকজনকে তিনি এখনও অনেক সম্মান করেন। তাই তিনি কাদাছোড়াছুড়ি করতে আগ্রহী নন। শ্বশুরবাড়ির কেউ কেউ তার স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে লাভবান হতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আফরোজা বলেন, আমি মানুষ। ভুলের ঊর্ধ্বে আমি নই। যদি আমার ভুল কিছু থেকে থাকতো তাহলে সেটি সামাজিকভাবে, ঘরোয়াভাবে সমাধান করতো। কিন্তু তারা সেটা না করে আমাকে নির্যাতন করেছে। আমার ফোন কেড়ে নিয়েছে। যা শোভনীয় ছিল না। সামাজিকভাবে বিষয়টি সমাধান করতে চেয়ে ব্যর্থ হয়ে আমি মামলা করতে বাধ্য হয়েছি। আমি কোনো জালিয়াতি করিনি। আমার স্বামী নিজেই আমার নামে তার ফ্ল্যাট সাব রেজিস্টার করে দিয়েছে। যার অরিজিনাল দলিল আমার কাছে রয়েছে। মিউটিশন করানোর সময় দলিল নম্বরটা ভুল উঠেছে। এছাড়া আর কিছু নয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯