
ডান্ডিবার্তা রিপোর্ট ক্রমেই অপরাধীদের আখড়া হিসেবে পরিনত হচ্ছে মাসদাইর পৌর শ্মশানটি। মাদক সেবন, মাদক বিক্রি এবং ছিনতাইকারীদের নিরাপদ আড্ডাস্থলে রুপান্তরিত হয়ে পড়ছে এ শ্মশানটি। ভেতরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের। তবে যাদেরকে দ্বায়িত্ব দেয়া হয়েছে দেখভালের জন্য তাদের গা ছাড়া মনোভাবের ফলে দিনের পর দিন এখানে অপরাধযঞ্জ বেড়েই চলছে। অপরদিকে বুধবার রাতে শ্মশানের পুকুরে মাছ ধরতে বাধা দেয়ায় শ্মশানের দ্বায়িত্বপ্রাপ্ত সৎকারকর্মীকে বেধড়ক মারধর, বাড়িঘর ভাংচুর, প্রতিমার গায়ে থাকা স্বর্নালংকার লুট করার মত ঘটনা নতুনভাবে জন্ম নেয়ার ফলে আরো ভাবিয়ে তুলেছে সেখানে দ্বায়িত্বরত কর্মচারী ও তাদের পরিবারদেরকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে শ্মশানের ইনচার্জের দ্বায়িত্ব দেয়া হয়েছে শান্তি ঘোষালকে। লাশ সৎকারের পাশাপাশি পুরো শ্মশান এলাকার নিরাপত্তার বিষয়ে তাকে দ্বায়িত্ব দেয়া হয়। কিন্তু শ্মশানে আগত লাশগুলো সৎকারের জন্য তিনি বিন্দুমাত্র এগিয়ে আসেন না বলে পুর্ব থেকেই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও শ্মশানে প্রবেশের ফটকটি রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটাও নির্ধারন করার কথা তার। কিন্তু তিনি রাত ৮ থেকে ৯টার মধ্যেই শ্মশান ত্যাগ করে। শ্মশানের ভেতরে কখন কি হচ্ছে বা হচ্ছেনা সেটা সর্ম্পকেও নাকি তিনি সকল সময় অবগত থাকেননা। বুধবার রাতে শ্মশানের পুকুরে মাছ ধরতে বাধা দেয়ায় শ্মশানের দ্বায়িত্বপ্রাপ্ত সৎকারকর্মীকে বেধড়ক মারধর,বাড়িঘর ভাংচুর,প্রতিমার গায়ে থাকা স্বর্নালংকার লুট করার মত ন্যাক্কারজনক ঘটনা কে বা কারা ঘটিয়েছে সে সর্ম্পকেও তিনি কিছুই জানেনা। তাহলে সরকারী একটি প্রতিষ্ঠানের দ্বায়িত্ব কি একজন দ্বায়িত্বহীন মানুষের কাছে বুঝিয়েছে সিটি কর্পোরেশন ? এদিকে মাসদাইর পৌর শ্মশানটি অপরাধীদের আখড়াস্থলে পরিনত হয়েছে এ নিয়ে স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ করা হলে কেনইবা ব্যবস্থা নিচ্ছে না সিটি কর্পোরেশন এটাও কিন্তু প্রশ্ন দাড়িয়েছে সকলের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্মশান অভ্যন্তরে থাকা অনেকে বলেন, শ্মশানে প্রবেশের বা পাশে রয়েছে হারু মিয়ার চায়ের দোকান। যে দোকানে বসে বিভিন্ন নেশাখোর, ছিচকে চোর, ছিনতাইকারী, পকেটমারসহ বিভিন্ন অপরাধীরা সারাক্ষন আড্ডা দেয়। এরাই শ্মশানের ভেতরে বসে মাদক বিক্রি ও সেবন করছে আর গভীর রাতে এরাই কবরস্থান, জামতলা, ঈদগাহ ও গভঃ গালস স্কুল ও পাকাপুলসহ বিভিন্নস্থানে ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। আর এ অপরাধ চক্রের বেশীর ভাগই মাসদাইর পাকাপুল এলাকার বাসিন্দা। একটু নিরাপদ ও স্বস্তির জন্যই তারা শ্মশানটি বেছে নিয়েছে বলে জানান তারা। শ্মশানের ইনচার্জ শান্তি ঘোষাল ঐসকল অপরাধীদেরকে প্রতিনিয়ত হারুর চায়ের দোকানে আড্ডা দিতে দেখলেও তাদেরকে টুশব্দ পর্যন্ত করেননা। শান্তি ঘোষালের এরুপ নিরবতার ফলে উক্ত অপরাধীরা আরো বেশী সাহস নিয়েই শ্মশানের ভেতরে আড্ডা দিতে সাহস পাচ্ছে বলে অভিমত তাদের। এ দিকে গত বুধবার রাতে শ্মশানের পুকুরে মাছ ধরতে বাধা দেয়ায় সৎকারকর্মী ঘর ভাংচুর,প্রতিমার স্বর্ন লুটের মত ঘটনায় কোন শাস্তিমুলক ব্যবস্থা বা অপরাধী সনাক্ত না করতে পারাটার বিষয়ে শ্মশানের ইনচার্জের দ্বায়িত্ব থাকা শান্তি ঘোষালের ব্যর্থতা বলে জানান শ্মশানে আসা বিভিন্ন ভক্তবৃন্দ। এ বিষয়ে শ্মশানের ইনচার্জ শান্তি ঘোষালের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি রাত ৯টা পরে বাসায় চলে যাই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি। শ্মশানের ভেতে বিভিন্ন মাদকসেবী ও অপরাধীদের আড্ডা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, শ্মশানের চারদিকেই খোলা জায়গা। এখানে কোন বেষ্টনী নেই। যে যেভাবে পারছে সেভাবেই ভেতরে ঢুকছে। বহিরাগতের বিষয়ে আমি সিটি কর্পোরেশন এবং প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। তারা যদি কোন কার্যকরী পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯