
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, আজকে বাংলাদেশ কোন পথে চলছে ভ্যাটটেক্স দেওয়ার পরও বিদ্যুৎ, গ্যাস, পানি আমরা ঠিক মত পাইনা এই ভাবে একটি দেশ চলতে পারে না। রুটি যেমন গরম তাওয়াতে দিলে উল্টাতে হয়, তা’না হলে রুটি পুরে যায়। ঠিক তেমনি এই সরকারকে উল্টাতে হবে আর নয়তো তাদের দুর্নীতির কাছে এদেশের জনগণ পুরে যাবে। তাই আপনাদের সকলকে সজাগ হতে হবে। এই সরকারের পরির্বতনেই দেশের গণতন্ত্র উদ্ধার হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চাই, সেখানে আপনারা যাদেরকে পছন্দ করবেন তাদেরকে ভোট দিবেন। কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের গণতন্ত্র উদ্ধার করতে হবে। সেই জন্য আগামী ঈদের পরে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১২ টায় নগরীর দেওভোগ রেডিমেট মার্কেটস্থ এলাকায় মহানগর দর্জি শ্রমিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও রান্না করার খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি ও মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ দোয়ায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক দিদার খন্দকার, এছাড়াও আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন শেখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল আরও বলেন, আজকে যারা মাকের্টে এই অনুষ্ঠান করার জন্য অনুমতি দিয়েছেন সেই জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই মাকের্টে যারা ব্যবসা করেন তারা অধিকাংশই বিক্রমপুরের। এই বিক্রমপুরের সাথে আমাদের একটা আত্মারসর্ম্পক রয়েছে। আমি দেখেছি সাবেক সাংসদ প্রয়াত জালাল হাজী ও এ্যাড আবুল কালামের সময় দেখেছি আপনারা যতটুকু পারেন অমাদের জন্য করেন। সেই জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে অংশগ্রহন করার আহবান করছি। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর খান সেন্টু বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে এই দর্জি শ্রমিক দলের রবিউলকে গুলি করে হত্যা করা হয়েছিলো। আর এই ফ্যাসিবাদী সরকার যুবদল নেতা শাওনকেও গুলি করে হত্যা করেছে। এই ভাবে ফ্যাসিবাদী সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে। প্রতিটি হত্যার বিচার এদেশের মাটিতে হবে। তাই এই মুর্হুতে আমাদের একটাই দাবি আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। তাই আসুন দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিলাদ ও দোয়ার পর উপস্থিত নেতৃবৃন্দরা অসহায় হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এসময়ে আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম টিটু, পারভেজ মল্লিক, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাফী, শহীদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯