আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

পীরের কেরামতিতে স্বর্বশান্ত মোরশেদ

ডান্ডিবার্তা | ০৬ জুন, ২০২৩ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জমি কিনে ব্যাংকের দায়ের করা একটি মামলায় আসামী হয়েছেন মো. মোরশেদ আহম্মদ। টাকা না থাকায় মামলা পরিচালনায় সহযোগীতা চেয়েছেন এক পীরের। এখন সেই পীরই ভূয়া দলিল বানিয়ে জমিটির মালিকানা দাবি করছেন। পুলিশের তদন্তে পীরের এই কেরামতির স্পষ্ট প্রমান মিলেছে। অভিযুক্ত ওই পীরের নাম নূর মোহাম্মদ সিকদার ওরফে ‘গুরু বাবা’। সে নারায়ণগঞ্জের বন্দর কলোনীর মো. জাফর আলী সিকদারের ছেলে। স্থানীয়দের কাছে সে কথিত পীর হিসেবে পরিচিত। ২০১৭ সালের ২৭ জুলাই নারায়ণগঞ্জ শহরের টানবাজার গাঙ্গলী রোডে ৫ দশমিক ৩৭ শতাংশ জমি আব্দুল গনির ওয়ারিশদের থেকে ক্রয় করে মোরশেদ আহম্মদ। নারায়ণগঞ্জ ‘ম’ খন্ডের আরএস ১১৬২ দাগের জমিটি মিটিশন করতে গিয়ে জানতে পারেন ব্যাংকে পূর্ব মালিকানার লেন-দেন রয়েছে। পরে ব্যাংকের দায়ের করা একটি মামলায় আসামী হন মোরশেদ। ভুক্তভোগী মো. মোরশেদ আহম্মদের ভাই মমিনুল হক পলাশ বলেন, টাকার অভাবে মামলা লড়তে না পারায় সহযোগীতা চাওয়া হয় নূর মোহাম্মদ সিকদার ওরফে গুরু বাবার। শত সাপেক্ষে সে কিছু দিন শ্রম দিয়ে মামলা পরিচালনায় সহযোগীতাও করেন। কিন্তু তার ছলচাতুরী প্রকাশ পেলে প্রতিবাদ করায় তার আসল চরিত্র প্রকাশ পায়। এখন সেই গুরু বাবাই ভূয়া কাগজপত্র বানিয়ে জমির মালিকানা দাবি করে আমাকে দখল উচ্ছেদ করার চেষ্টা করছে। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০২২ সালে ৪ অক্টোবর একটি পিটিশন মোকাদ্দমা শুরু হয়। মামলা সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ সিকদার ওরফে গুরু বাবা মূলত জমির মালিকা দাবি করছেন ১৯৭৪ সালে তেজগাঁও রেজিস্ট্রেশন কার্যালয়ের ৯৬৭৫ নং দলিল বলে। সেখানে তিনি জমির পূর্বের মালিক আব্দুল গনির কাছ থেকে ক্রয় সূত্রে মালিক দেখিয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান দলিলের সঠিকতা যাচাই করণের আবেদন করেন তেজগাঁও শিল্প এলাকার রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবনে। সেখানে দায়িত্বরত সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার মো. ফারুক হোসেন লিখিত জবাবে (স্মারক নং-১১১২/আর) জানান, নির্ধারিত ভলিউমে ৯৬৭৫ নং দলিলটির কোন তথ্য নেই। কার্যালয়ে রক্ষিত অন্য একটি ভলিয়মে ৯৬৭৫ নং দলিলে জমি, স্থান, দাতা ও গৃহিতার নামের সাথেও মিল নেই। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, দলিলের সঠিকতা যাচাই করণের আবেদন করেন তেজগাঁও শিল্প এলাকার রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবন থেকে জানতে পেরেছি, ভলিয়মের সাথে নূর মোহাম্মদ সিকদার ওরফে গুরু বাবার দলিলের কোন মিল নেই। তাই আদালতে একটি প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছি। অভিযুক্ত নূর মোহাম্মদ সিকদার ওরফে গুরু বাবা বলেন, আমার বাবা আমার নামে ১৯৭৪ সালে জমিটি কিনে দিয়ে গেছে। এখন ২০১৭ সালে জমি কিনে কি ভাবে মালিক হয় আমার জানা নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা