আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

নৌকার নির্বাচনিী মিছিলে এমপি বাবু

ডান্ডিবার্তা | ০৬ জুন, ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে। গতকাল সোমবার আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলীর পক্ষে মিছিলে উপস্থিত ছিলেন এমপি বাবু। তিনি একটি ব্যাটারি চালিত অটো রিকশায় ছিলেন। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট বলা আছে, মেয়র প্রার্থীর পক্ষে সংসদ সদস্য কোনভাবেই প্রচারণায় থাকতে পারবেন না। এছাড়া কোন প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে কোন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্থর স্থাপন বা নামফলক উন্মোচন করতে পারবেন না। তবে ৫ জুন বিকেলে সুন্দর আলীর পক্ষে যে মিছিল বের হয় সেখানে একটি ব্যাটারি চালিত অটো রিকশায় বসা ছিলেন বাবু। ওই অটো রিকশার ছাদে ছিল মাইক। বাবুকে মাইক হতে স্লোগান দিতে দেখা গেছে রিকশায় বসেই। তাকে ঘিরেও ছিল লোকজনের সরব উপস্থিতি। গোপালদী পৌর এলাকায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও গোপালদী পৌর মেয়র হালিম সিকদার। আড়াইহাজার পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে এমপি নজরুল ইসলাম বাবু ও দলীয় প্রার্থী সুন্দর আলী ঝাউগড়া ইদগাহ মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন। বিধিমালা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা করতে পারবেন না। এখানেও স্পষ্ট আচরণ বিধি ভঙ্গ করেন প্রার্থী ও এমপি উভয়েই। অন্যদিকে আড়াইহাজার পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মেহের আলী মোল্লা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে বার বার দাবি জানাচ্ছি। বিভিন্ন ভাবে দেখতে পেয়েছি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সুন্দর আলীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়া উচিত। একইভাবে অন্য দুই স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও মামুন অর রশীদও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন এবং রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা