
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে আওয়ামীপন্থি আইনজীবীদের বাধায় বিএনপির কর্মসূচি পন্ড হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বারভবন) নিচ তলায় এই ঘটনা ঘটে। আওয়ামীপন্থি আইনজীবীরা বিএনপি’র কর্মসূচির ব্যানার খুলে নিয়ে যায়। আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মোহসীন মিয়া ঘটনার বিষয়ে বলেন, সমিতি থেকে অনুষ্ঠানটির কোন পূর্বানুমতি না নেওয়ায় এবং জোহর নামাজের সময় উচ্চ স্বরে মাইক বাজিয়ে সভা করায় সাধারণ ও নামাজরত আইনজীবীদের অনুরোধে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মহানগর বিএনপির আহবায়ক ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামীপন্থি আইনজীবীদের অভিযোগ ডাহা মিথ্যা। কারণ তারা সভা শুরুই করেছেন দুপুর পৌনে ২টায়। তখন জোহরের নামাজ শেষ। তাছাড়া বার ভবনে আইনজীবীরা সভা করবে এটাই স্বাভাবিক। তারা তাদের ফ্যাসিষ্ট আচরণের বহির্প্রকাশ ঘটিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করে বলেন, আওয়ামীপন্থি আইনজীবী অ্যাডভোকেট সুইটি ইয়াছমিন সভা পন্ড করতে এসে আমাদের অকথ্য ভাষা প্রয়োগ করেছেন যা প্রকাশের অযোগ্য। একজন নারী আইনজীবীদের কাছে আমরা এমন আচরণ প্রত্যাশা করি না। সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিচ তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যথারীতি তাদের এই কর্মসূচি শুরু হয় এবং প্রায় ঘণ্টাখানেক সময় ধরে তাদের এই কর্মসূচি চলে। আর এই কর্মসূচি চলার এক পর্যায়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীর নামাজের কথা বলে মাইক বন্ধ করে দেন। পরে বিএনপি পন্থী আইনজীবীরা এগিয়ে এসে মাইক চালু করতে বললে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষের আইনজীবীরা অন্য পক্ষের আইনজীবীদের উপর তেড়ে যান। সেই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। তারা তাদের ক্ষমতা প্রদর্শন করেছে। আওয়ামী লীগপন্থী আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসিন মিয়া বলেন, তারা নামাজের সময় মাইক বাজিয়ে প্রোগ্রাম করেছিলো। আমাদের সাধারণ আইনজীবী প্রথমে তাদেরকে ভালোভাবে বললেও তারা মাইক বাজানো বন্ধ করছিলো না। পরে সাধারণ আইনজীবীদের পক্ষে আমরা এসে মাইক বন্ধ করেছি। তাদের কর্মসূচি বন্ধ করে দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, বিএনপির আইনজীবীরা সমিতির অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করেছিলো। তাই সাধারণ আইনজীবীদের সুবিধার্থে তাদেরকে কর্মসূচি বন্ধ করার জন্য বলা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯