আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৬

না’গঞ্জে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

ডান্ডিবার্তা | ০৭ জুন, ২০২৩ | ৯:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। বিএনপির সরকার বিরোধী কর্মকান্ডের পাশাপাশি এবার সরকার দলীয় নেতারাও রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছেন। বিএনপিকে আর খালি মাঠে গোল দিতে দিবেনা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় বিএনপির কর্মসূচির সাথে পাল্লা দিয়ে মাঠে থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির যখনই কর্মসূচি দিবে ক্ষমতাসীন দলও মাঠে থাকবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের তৃনমূল সাজাতে বছর ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক নেতা। অন্যদিকে, বিএনপি আগের চেয়ে বেশী সক্রিয় রয়েছে। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের চাঙা রাখতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে ছুটে আসছেন বারবার। নানা সময়ে হুংকার দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইঙ্গিত করে। বিশেষ করে সাংসদ শামীম ওসমান তাঁদের প্রধান টার্গেটে পরিনত হয়েছে। রাজধানীর পাশের জেলা হিসেবে নারায়ণগঞ্জকে গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগ-বিএনপি। বিগত দিনের আন্দোলন সংগ্রামে এ জেলা বিশেষ অবদান রেখেছেন। ফলে এ জেলার নেতাদের উজ্জীবিত রাখতে উভয় দলের নেতারা তৎপর রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সম্প্রতি আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, ‘আমার মনে হয় আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন হতে হবে। তারা যে প্ল্যান করছে, সেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। ইতোমধ্যে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হবে যেগুলো ঘটলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র মনে হবে। নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতা হচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিএনপির রাজনীতিতে তার প্রচন্ড দাপট রয়েছে। বর্তমান সময়ে তিনি মাঠে না থাকলেও মাঝে মধ্যে যখন তাকে মাঠে দেখা যায় তখন যেন বিএনপির নেতাকর্মীরা পুনরুজ্জীবীত হয়ে উঠেন। রাজপথ যেন কাঁপতে থাকে। তার আগমনে যেন ভূমিকম্প শুরু হয়ে যায় চারদিকে। গিয়াসের উপস্থিতিতে বিএনপির কর্মসূচিতে গেলে ঠিক এমনটাই দেখা মিলে। বিএনপি একাধিক নেতা জানায়, গিয়াসকে জেলা বিএনপির আহবায়ক করার পর জেলা বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। আওয়ামী লীগের নেতারাও এ নেতাকে বেশ সমীহ করে চলেন। সম্প্রতি তিনিও নেতাকর্মীদের সক্রিয় থাকর আহবান জানিয়েছেন। তবে নারায়ণগঞ্জবাসীর মতে, শান্তিপূর্ণ কর্মসূচি হোক, সহিংসতা হলে উভয় দলের জন্যই ক্ষতিকর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা