আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

কোন দলের এ আকাশ প্রধান?

ডান্ডিবার্তা | ০৭ জুন, ২০২৩ | ৯:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গোদনাইল ভুইয়াপাড়া এলাকার গোলাপ প্রধানের ছেলে মো.আকাশ প্রধান। কখনও বিএনপি আবার কখনও আওয়ামীলীগের রাজনীতির ব্যানারে চলছে তার রাজনীতি। আওয়ামীলীগের মাঝে আকাশের গুরু আরামবাগ এলাকার হাবিবুর রহমান হবি’র ছেলে অন্যতম অপরাধী মাদক স¤্রাট নামধারী যুবলীগ নেতা কাজি আমির হোসেন আর বিএনপিতে আকাশের গুরু হিসেবে রয়েছেন সাবেক সাংসদ আলহাজ মু.গিয়াসউদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কাজি আমিরের শেল্টারে ভুইয়াপাড়া এলাকায় প্রায় ৫০টি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছে এ আকাশ। প্রতিটি সংযোগের জন্য মাসিক একহাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে এ আকাশ। এছাড়াও প্রতিটি সংযোগের জন্য আকাশ ও আমিরকে ২০-২৫ হাজার টাকা করে দিতে হচ্ছে। উক্ত এলাকায় তারা দু’জন ছাড়া অন্য কারোর মাধ্যমে গ্যাস সংযোগ নেয়াটা কষ্টসাধ্যকর। আর আকাশকে এ কাজে সহযোগিতা করছে তালেব ফকিরের ছেলে দেলা এবং কমর আলীর ছেলে দেলোয়ার হোসেন মাষ্টার ওরফে কেছা। আওয়ামীলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে যোগদানের পাশাপাশি বিএনপির মিছিল-মিটিংয়েও দেখা এ আকাশকে। দু’দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পুরো ত্রাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ আকাশ। কেউ কিছু বললে তাকে কাজি আমিরের নাম উচ্চারন করে বিভিন্নভাবে ভীতি প্রদর্শনও করে থাকে এ আকাশ। স্থানীয়রা আরও জানান,প্রায়শ আকাশের বাড়ির ছাদে উঠে কাজি আমিরসহ অনেকেই আড্ডা দেয়ার ফলে আরও দূর্দান্ত সাহসী ভুমিকায় থেকে অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে আকাশ। পুরোটাই নীতিহীন মানুষের মতই আওয়ামীলীগ-বিএনপি ব্যানারে রাজনীতি করছে আকাশ। যা নিজেকে আর্থিকভাবে সফল হতে সহযোগিতা করছে বলে অভিমত স্থানীয়দের। আওয়ামীলীগ-বিএনপির বিভিন্ন নেতাদের তার বাড়িতে এনে আপ্যায়ন করিয়ে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে এলাকাতে নিজেকে বড়মাপের নেতা হিসেবে জাহির করছে আকাশ। আর এটাই নাকি অপকর্মের কৌশল। গোদনাইলসহ পুরো সিদ্ধিরগঞ্জে আকাশের এরুপ চরিত্র নিয়ে কানাঘুষা চললেও তা কোনভাবেই কর্নপাত করেছে সে। স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু মোতালেব বলেন,রাজনীতিতে নীতি ও আদর্শবান ব্যক্তি প্রয়োজন। কিন্তু বর্তমানে এরুপ নীতি ও আদর্শবান রাজনৈতিক কর্মী বা নেতার সংখ্যা ক্রমেই কমছে। এ মুখে মধু ও অন্তরে বিষ নিয়েই রাজনীতিকে ধ্বংস করে ফেলছে। আবার বিএনপি নেতা তৈয়ব হোসেন বলেন,আকাশদের মত দ্বিমুখী ছেলেদের কারনে আলহাজ মু.গিয়াসউদ্দিনকে আওয়ামীলীগের দালাল হিসেবে উল্লেখ করতে সাহস পায় অনেক দলীয় নেতাকর্মীরা। কারন আকাশ কখনও আওয়ামীলীগের ব্যানারে আবার কখনও বিএনপি ব্যানারে নেতাদের সাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা