আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১২

রোমানিয়ায় পাঠানোর নামে টাকা আত্মসাত

ডান্ডিবার্তা | ০৭ জুন, ২০২৩ | ৯:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রোমানিয়ায় পাঠানোর কথা বলে প্রায় সৌদি প্রবাসী বোরহান নামে এক যুবকের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলাধীন শম্ভুপুরা ইউনিয়নের মুগারচরের মাসুম ও তার পিতা জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, টাকা হাতিয়ে নিয়ে ভিসা না দিয়ে নানা টালবাহানা করছে প্রতারক ঐ পরিবার। টাকা ফেরত চাইলে এক বছর যাবৎ গড়িমসি করছে ঐ প্রতারক পরিবারের সদস্যরা। এমনকি প্রতারক মাসুমের মা রিতা বেগমও এই প্রতারণার সাথে জড়িত বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী বোরহান মিয়া জানায়, সৌদি আরবে গিয়ে মাসুমের সাথে আমার পরিচয় হয়। তখন থেকে সে আমাকে মামা বলে ডাকতো। কাজ করতে করতে একদিন মাসুম আমাকে বলে, মামা এখানে কাজে অনেক কষ্ট, আবার বেতনও কম, চলেন আমরা একসাথে রোমানিয়া যাই। আমার বাবা এজেন্টের সাথে কথা বলেছে, আমার ভিসা প্রসেসিংয়ের কাজ করছে, আপনি যেতে চাইলে আপনার ভিসার ব্যবস্থাও করে দিতে পারি। তখন আমি মাসুমের কথায় বিশ^াস করে আমার ভিসা করতে বলি। ভিসা প্রসেসিং সহ অন্যান্য কাগজপত্র তৈরি করতে আমার কাছ থেকে ৩ ধাপে ক্যাশ ৩৪’শ রিয়েল (১ লক্ষ দুই হাজার টাকা) নেয়। পরবর্তীতে আরও কয়েক ধাপে ২ লাখ ৬৫ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর আমাকে বলে বাংলাদেশে যেতে হবে, সেখান থেকে রোমানিয়া যাবো আমরা। তাই মাসুমের প্ররোচনায় রোমানিয়া যাওয়ার জন্য আমি সৌদি থেকে দেশে চলে আসি, দেশে আসতে আমার আরও ৫০ হাজার টাকা খরচ হয়। এছাড়াও সৌদিতে মাসুমের আকামা (ওয়ার্ক পারমিট) না থাকায় দুই হাজার তিনশ রিয়েল (প্রায় ৭০ হাজার টাকা) খরচ করে ৭ মাস তার খাবার খরচ বহন করি। টাকার পাশাপাশি আমার পাসপোর্টও ফেরত দিচ্ছে না প্রতারক ঐ পরিবারের সদস্যরা। বর্তমানে আমার সহায় সম্বল হারিয়ে আমি নি:স্ব, তারপরও প্রতারক মাসুম ও তার বাবা আমার টাকা ফেরত দিচ্ছে না। বোরহান আরও জানায়, গত ১ বছরে অসংখ্যবার আমি তাদের কাছে আমার টাকা ফেরত চাই। এ সংক্রান্ত ৮২ টি কল রেকর্ডও সংরক্ষিত আছে আমার কাছে। আমি বর্তমানে নিরুপায় হয়ে আমার স্ত্রী-সন্তান ও পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। প্রতারক ঐ পরিবারের কাছ থেকে অর্থ উদ্ধারের লক্ষ্যে তাদের আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ প্রশাসন ও র‌্যাব’র কাছে সহযোগীতা চেয়েছেন ভুক্তভোগী বোরহান। অভিযুক্ত মাসুমের সাথে যোগাযোগ করা হলে, তার কাছে বোরহান কোনো টাকা পাবে না জানালেও পরক্ষণেই সুচতুর মাসুম বলে আমার যা ব্যবস্থা নেয়ার আমি নিবো, তার যা ব্যবস্থা নেয়ার তাকে নিতে বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা