আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

সমন্বয়ের অভাবে আটকে আছে জেলা আ’লীগের পুর্নাঙ্গ কমিটি

ডান্ডিবার্তা | ০৭ জুন, ২০২৩ | ৯:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমম্বয়ের অভাবে আটকে আছে কমিটি। কেন্দ্র প্রস্তাবিত দুই কমিটি সমম্বয় করে একটি কমিটি জমা দিলে তা গ্রহণ করবে বলে জানা গেছে। আর এ কারণে আটকে আছে জেলা আওয়ামীলীগের কমিটি। এদিকে পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের পক্ষে জমা দেয়া কমিটি নিয়ে চলছে আলাপ আলোচনা। এই দুই কমিটির সমম্বয় করার জন্য দফায় দফায় আলোচনার টেবিলে বসছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। কারণ কেন্দ্রে পৃথক পৃথক দুই কমিটি গ্রহণ করা হবে না। দুইজনের সমন্বয় কমিটি গ্রহণ করা হবে। আর এই দুই কমিটির সমন্বয় করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছা সম্ভব হচ্ছে না। তবে সমন্বয় ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগও কমিটি গ্রহণ করছেন না। আর এই অবস্থায় কমিটির সমম্বয় করার জন্য জেলা আওয়ামীলীগের নেতারা তৎপর রয়েছেন। দলীয় সুত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল দুইজনের দেয়া প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি চলমান রয়েছে। আর এই আলোচনাতে দুইজনেই চাচ্ছেন নিজেদের পছন্দকে প্রাধান্য দিতে। যার কারণে আলোচনার সময়টা দীর্ঘ হয়ে যাচ্ছে। গত সোমবার শহরের কোনো এক জায়গায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল দুইজনেই আলোচনায় বসেন। তবে শেষ পর্যন্ত আলোচনার ফলফল কেহ প্রকাশ করেনি। তবে একটি সূত্রে জানা গেছে তাদের মধ্যে সমম্বয় হয়নি। তারা নাকি আবারো বসবেন বলে জানা গেছে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্নাঙ্গ কমিটি জমা দিয়েছেন। গত ৩০ এপ্রিল আাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এই কমিটি জমা দেয়া হয়। প্রস্তাবিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছেন ৩ জনকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে তিনজনকে। সেই সাথে কমিটিতে ১নং সিনিয়র সহ সভাপতি হিসাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। একই সাথে আইভীর সাথে অথবা হিসেবে চন্দন শীলকেও রাখা হয়েছে। জেলা আওয়ামী লীগের এই প্রস্তাবিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আযাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল। সহ সভাপতি হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী অথবা চন্দন শীল। সহ সভাপতি ফয়েজ আহমেদ উদ্দিন লাভলু, মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, শরফুদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম, খন্দকার আবুল বাশার টুকু, কাজী বেনজির আহমেদ, মো. সানাউল্লাহ, অনুপ কুমার সাহা ও মাসুদ চৌধুরী মজনু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. আবু জাফর চৌধুরী বিরু, নাজমুল আলম সজল ও মীর সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহাবুবুর রহমান রোমান, জাহাঙ্গীর হোসেন ও ফায়জুল ইসলাম। সম্পাদকীয় পদের মধ্যে রয়েছেন-আইন বিষয়ক সম্পাদক আাডভোকেট মো. মাসুদর রউফ, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপক কুমার বনিক দিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক জুয়েল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলমাছ ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুদ্দিন খান আবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন পানু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজ মশিউর রহমানবাবুল, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার ফেনসি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন টুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মীর্জা সোহেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, শ্রম সম্পাদক মো. হায়দার আলী, সাংস্কৃতিক সম্পাদক: মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরমান হোসেন জুয়েল, উপ দপ্তর সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জিন্ুর রহমান রাজন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান লিটন ও কোষাধ্যক্ষ কাজী সুমন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন-একেএম শামীম ওসমান এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, গাজী গোলাম দস্তগীর এমপি, অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, আব্দুল্লাহ আল কায়সার, মো. শাহজাহান ভূইয়া, এম এর রশিদ, মো. সাইফুল্লাহ বাদল, মো. শওকত আলী, তোফাজ্জেল হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার মাসুমুর রহমান মাসুম, কাজিম উদ্দিন প্রধান, মানজারি আলম টুটুল, মো. আজিজুল হক ভ’ইয়া, খোরশেদ আলম, মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, হালিম সিকদার, মনির সিকদার, অ্যাডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, নাহিদা হাসনাত, প্রফেসর শিরিন বেগম ফেরদৌসী নিলা, সীমা রানী পাল, এহসানুল হাসান নিপু, শাহাদত হোসেন সাজনু, অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, অ্যাডভোকেট মো. মহসীন, সুন্দর আলী, নজরুল ইসলাম, আলী হোসেন, মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহাম্মেদ, সিরাজুল ইসলাম ভ’ইয়া, শেখ সাইফুল ইসলাম, মো. আলী হোসেন ও আবু মো. শরিফুল হক। অন্যদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে গত ১৮ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জমা দেয়া হয়েছে। আর প্রস্তাবিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে ১১ জনকে, যুগ সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছেন ৩ জনকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে তিনজকে। সেই সাথে কমিটিতে ১নং সিনিয়র সহ সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। প্রস্তবিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ সভাপতি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মোহাম্মদ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা আ. কাদির, এস এম জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, আদিনাথ বসু, খন্দকার আবুল বাশার টুকু, মো. ছানাউল্লাহ ও হাজী জসিম উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ ও অ্যাডভোকেট মফিজউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, আবু সুফিয়ান ও তাবিবুল কাদির তমাল। সম্পাদকীয় পদে রয়েছেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ-উর-রউফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সেলিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নার্গিস আক্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক আবু দাইয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাইউম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জালালউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এরফান হোসেন দীপ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোনতাজউদ্দিন মর্তুজা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক উদ্দিন জার্জিস, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম, সাংস্কৃতি সম্পাদক মোতাহার হোসেন ভূইয়া নাদিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান রবিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জুলহাস মিয়া ও কোষাধ্যক্ষ মতিউর রহমান চেয়ারম্যান। এছাড়াও সদস্য পদে রয়েছেন- গাজী গোলাম দস্তগীর এমপি, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, এনাজুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা ফরিদা মহিউদ্দিন, এম এ রশিদ, জয়নাল আবেদীন টুলু, অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, এম এ সালাম চেয়ারম্যান, আজিজুল হক আজিজ, মেজর (অব.) মশিউর রহমান, মো. শাহজালাল আলাউদ্দিন, মুক্তযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, ইঞ্জিনিয়ার মাসুম রহমান, মাহফুজুর রহমান কালাম, কাওসার আহমেদ পলাশ, অ্যাডভোকেট সেলিনা আক্তার, মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, মুক্তিযোদ্ধা আফাজ খান, হাজী আমজাদ হোসেন, মো. তানভীর হাই, মো. ইউনুছ ইময়া, অশরাফুল আলম ফিরোজ, শাহজাহান ভূইয়া, শেখ সাইফুল ইসলাম, মাহবুবুল ইসলাম রাজন, ডা. আউয়াল, নাসরিন সুলতানা ঝরা, মনির হোসেন, অ্যাডভোকেট তায়েবুর রহমান, মতিউর রহমান, আলতাফ হোসেন, জাহাঙ্গীর মাস্টার চেয়ারম্যান ও মো. শাহাজাহান মিয়া। এর আগে দীর্ঘ প্রায় ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২৩ অক্টোবর শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আওয়ামীূলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সেই সাথে সম্মেলনের শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে আবারও পুনর্বহাল করা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা