আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১০

আজ বন্দর থানা বিএনপির সম্মেলন দুই পদে ৩ জনের লড়াই

ডান্ডিবার্তা | ০৯ জুন, ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তুভূক্ত বন্দর থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ শুক্রবার। নীরবে মদনপুরের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া হাইস্কুল মাঠে এই সম্মেলন ঘিরে আলোচনা রয়েছে সভাপতি পদে দুই প্রার্থী। তারা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রদল সভাপতি শাহেন শাহ আহম্মেদ এবং বন্দর থানা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ পনেছ। সাধারণ সম্পাদক পদে বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা’র একক নাম শুনা গেছে। সম্মেলনের প্রধান অতিথি থাকবেন, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসনে খান, সম্মেলনের উদ্বোধক মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। বন্দর থানা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ পনেছের সভাপতিত্বে বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা সঞ্চালয়নায় বিশেষ অতিথি থাকবেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতে মোঃ রেজা রিপন, মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক মাজহারুল ইসলাম রিপন ও সদর থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতায় এই প্রথম সম্মেলনে নেতা-কর্মীদের উৎসাহ দেখা দিয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলনে পোষ্টার সাটানো হলেও নীরবে হতে যাচ্ছে সম্মেলনটি। এদিকে কাউন্সিলর শাহেন শাহ শক্ত রাজনীতিতে নিশ্চুপে রয়েছে নূর মোহাম্মদ পনেছ। সাখাওয়াত ও টিপু হাত ধরে বন্দর থানা আহবায়ক হন পনেছ। দূর্বল অবস্থানে ওয়ার্ড কমিটিগুলো করেছে পনেছ। এনিয়ে ইতিমধ্যে ওয়ার্ড রাজনীতিতে পনেছের চাহিদা কমে গেছে। অন্যদিকে কাউন্সিলর শাহেন শাহ আহম্মেদ সভাপতি প্রার্থী হওয়ায় বন্দর থানা বিএনপির কাউন্সিলরদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। সম্মেলনে ভোট প্রয়োগ হলে বিশাল ব্যবধানে শাহেন শাহ জয়ী হতে যাচ্ছে বলে একাধিক কাউন্সিলররা জানিয়েছে। এদিকে বন্দর থানা বিএনপিতে সাজিয়ে তুলেছেন বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার নেতৃত্বে দিতে চান তৃনমূল। এদিকে মহানগরের সিনিয়র নেতাদের পছন্দের নেতাকে সিলেকশন করে দেয়া পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে যতই কসম, ওয়াদা ও লোভ দেখানো হোক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ভোট প্রয়োগ করতে চান ৪৫জন কাউন্সিলর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা