আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১০

সোনারগাঁ নিয়ে ক্ষিপ্ত জেলা আ’লীগ

ডান্ডিবার্তা | ১০ জুন, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে নাটকীয়তার অন্ত নেই। অবশেষে অনুমোদনহীন প্রস্তাবিত কমিটির নেতাদের নিয়ে আজব পরিচিতি সভার মাধ্যমে ফের নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। সোনারগাঁ থানা আওয়ামীলীগের নেতারা অনুমোদনের পূর্বে পরিচিতি সভা করায় তাদের রাজনৈতিক অপরিপক্কতার বিষয়টি নিয়ে চটেছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। কারণ পরিচিতি সভার বিষয়ে জেলা আওয়ামীলীগের নেতাদের বাঁধা থাকা সত্ত্বেও প্রস্তাবিত কমিটির নেতাদের নিয়ে পরিচিতি সভা করা হয়েছে। এছাড়া বিতর্কিত প্রধান্য দিয়ে কমিটি প্রস্তাব করা হলেও জেলা আওয়ামীলীগের নেতারা প্রস্তাবিত কমিটিতে থাকা বিতর্কিতদের সংযোজন বিয়োজনের আগেই তাদের উপস্থিতে সোনারগাঁ থানা আওয়ামীলীগের নেতারা কৌশলগত ভাবে পরিচিতি সভা করায় জেলা নেতাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। যার কারণে সোনারগাঁ আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক কায়সার হাসনাত জেলা আওয়ামীলীগের নেতাদের নিকট কঠোর জবাবদিহিতার সম্মুখীত হতে পারেন। এছাড়া সোনারগাঁয়ের বিতর্কিত প্রস্তাবিত কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সোনারগাঁ আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত কঠোরভাবে সমালোচনা করেন প্রকাশিত সংবাদের বিরুদ্ধে। সূত্র বলছে, ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে সোনারগাঁ থানা আওয়ামীলীগের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়। তবে সে কর্মসূচি সোনারগাঁ আওয়ামীলীগের অনুমোদনহীন প্রস্তাবিত কমিটির পরিচিতি সভায় রূপ নেয় এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পরিচিতি সভায় সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির বিতর্ক নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত অভিযোগ করে বলেন, দু:খ হলেও সত্যি কমিটি অনুমোদনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যম পত্র পত্রিকা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমাদের কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করছে। যেটা আমাদের দৃষ্টিগোচর করেছে আমরা মনে করি এ ধরণের অসত্য তথ্য প্রকাশ করে তাদের কারণে আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যারা এসব কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে কোন সময় তারা দলের ভালো চায়নি সরকারের ভালো চায়নি সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীদের ভালো চায় না এবং সোনারগাঁ আওয়ামীলীগ সোনারগাঁ থানা প্রতিষ্ঠিত হোক সেটাও তারা চায় না। জাতীয় পার্টির এমপি হোক সোনারগাঁয়ে এটাই তাদের মজা। তবে আমরা আপনাদের নিশ্চিত করে বলতে চাই সোনারগাঁ আওয়ামীলীগ সর্বদা গঠনমূলক সমালোচনার পক্ষে। যেহেতু এই প্রস্তাবিত কমিটি নিয়ে নানা ভাবে সমালোচনার শিকার অনেকেই হচ্ছে এর দায়ভার থানা আওয়ামীলীগ নিবে না। কারণ থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে হস্তান্তর করিনি। আজকে সে দ্বারায় দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করেছি সাংবাদিকদের কাছে বিষয়টা উপস্থাপনা করা দরকার এবং আনুষ্ঠানিকভাবে আমাদের সোনারগাঁ থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি প্রত্যেক সাংবাদিকের কাছে দেয়া দরকার আপনাদের অবগতির জন্য। ভবিষ্যতে এই ধরণের কোন চক্র আমাদের প্রস্তাবিত কমিটি নিয়ে কোন ছিনিমিনি খেলা অথবা ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, এটা তারা ঠিক করেনি তাদের গতকালও না করেছি আমি। এছাড়া আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও ফোন করে না করেছে। প্রস্তাবিত মানে অনুমোদন না। এছাড়া কমিটিতে বিতর্কিতরা যারা আছে বাদ যাবে কিন্তু তাদের নিয়েই পরিচিতি সভা করেছে এটা ঠিক করে নাই। এটা নিয়ে আমার সেক্রেটারি আছে তার সাথে যোগাযোগ করছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আসলে ওনারা বেশী পরিপক্ক রাজনৈতিক দিক দিয়ে তাই দলটাকে বেশী এগিয়ে নেয়ার জন্য এই চিন্তা করেই এমনটি করেছেন। অবশ্যই তাদের সাথে এ সকল ব্যাপারে কঠোরভাবে আলোচনা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা