
ডান্ডিবার্তা রিপোর্ট প্রচ- গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর আবহাওয়া শীতল হয়েছে। কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। জেলা জুড়ে শীতল পরশ। স্বস্তি এনে দিয়েছে মানুষের মধ্যে। তীব্র গরমের পর সকাল থেকে বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি এলেও সড়ক তলিয়ে ভোগান্তিও বেড়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঝরতে থাকে বৃষ্টি। থেমে থেমে দুপুর পর্যন্ত বৃষ্টিতে টানা সপ্তাহের তীব্র তাপদাহের পর স্বস্তি আসে নগরবাসীর। তবে বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বঙ্গবন্ধু সড়ক, মাসদাইর, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকা। এতে করে পানি ভেঙে সড়কে মানুষ ও যানবাহনকে চলাচল করতে হয়। এর মধ্যে বৃষ্টিতে যানবাহনও তেমন একটা দেখা যায়নি চলাচল করতে। বাজার করতে আসা মাসদাইরের নাসিন্দা আব্দুর রহমান জানান, পানি তো হাঁটু পানি। চাষাঢ়ায় একই অবস্থা। এর মধ্যে বাজারে পানি কাদা। গরম কমলেও নতুন ভোগান্তি জলজট। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত পানি অপসারণের ব্যবস্থা করা হয়। কলেজ রোডের বাসিন্দা আকবর জানান, বর্ষা এখনও আসেনি এতেই অল্প বৃষ্টিতে যদি নগর তলিয়ে যায় তাহলে তো সমস্যা। এ ব্যাপারে এখন থেকেই সিটি করপোরেশনের ব্যবস্থা নেয়া উচিত। গতকাল শুক্রবার সকাল থেকেই আকাশ জুড়ে মেঘের খেলা শেষে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতেও দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯