আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২০

স্বস্তির বৃষ্টি হলেও ডুবেছে সড়ক

ডান্ডিবার্তা | ১০ জুন, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট প্রচ- গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর আবহাওয়া শীতল হয়েছে। কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। জেলা জুড়ে শীতল পরশ। স্বস্তি এনে দিয়েছে মানুষের মধ্যে। তীব্র গরমের পর সকাল থেকে বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি এলেও সড়ক তলিয়ে ভোগান্তিও বেড়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঝরতে থাকে বৃষ্টি। থেমে থেমে দুপুর পর্যন্ত বৃষ্টিতে টানা সপ্তাহের তীব্র তাপদাহের পর স্বস্তি আসে নগরবাসীর। তবে বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বঙ্গবন্ধু সড়ক, মাসদাইর, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকা। এতে করে পানি ভেঙে সড়কে মানুষ ও যানবাহনকে চলাচল করতে হয়। এর মধ্যে বৃষ্টিতে যানবাহনও তেমন একটা দেখা যায়নি চলাচল করতে। বাজার করতে আসা মাসদাইরের নাসিন্দা আব্দুর রহমান জানান, পানি তো হাঁটু পানি। চাষাঢ়ায় একই অবস্থা। এর মধ্যে বাজারে পানি কাদা। গরম কমলেও নতুন ভোগান্তি জলজট। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত পানি অপসারণের ব্যবস্থা করা হয়। কলেজ রোডের বাসিন্দা আকবর জানান, বর্ষা এখনও আসেনি এতেই অল্প বৃষ্টিতে যদি নগর তলিয়ে যায় তাহলে তো সমস্যা। এ ব্যাপারে এখন থেকেই সিটি করপোরেশনের ব্যবস্থা নেয়া উচিত। গতকাল শুক্রবার সকাল থেকেই আকাশ জুড়ে মেঘের খেলা শেষে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতেও দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা