আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

নানা নাটকীয়তায় বন্দর বিএনপির কাউন্সিল

ডান্ডিবার্তা | ১০ জুন, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর থানা বিএনপির কাউন্সিল নিয়ে দিনব্যাপী নাটকীয়তার পর শেষ পর্যন্ত ভোটগ্রহণ হলে এতে কাউন্সলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেন শাহ। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হক রানা। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে বন্দরের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া হাইস্কুল মাঠে বন্দর থানা বিএনপির কাউন্সিল শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুরে কাউন্সিল শুরু হলে সেখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু সম্মেলন ছাড়া কমিটি করার চেষ্টা করেন। এ নিয়ে আগের রাতভর নানা নাটকীয়তায় সম্মেলন ছাড়াই কমিটি করার প্রক্রিয়া চলে। পরে এক পর্যায়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শাহেন শাহ। পরে তিনি সেখানে নিজেকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেন। পরে ভোট দিতে না চাইলে এক পর্যায়ে কাউন্সিলররা ভোট গ্রহণের জন্য শ্লোগান তোলেন। এর মধ্যে শাহেন শাহকে লাঙ্গল মার্কার লোক হিসেবে অবিহিত করেন টিপু। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শাহেন শাহ মাইকে বলেন আমি কি লাঙ্গলের লোক নাকি ধানের শীষের লোক। এসময় নেতাকর্মীরা তাকে ধানের শীষের লোক বললে তিনি ভোট চান এবং নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে ঘটনাস্থল ছেড়ে চলে যান প্রধান অতিথি আজাদ। পরে নেতাকর্মীরা কাউন্সিলে ভোট গ্রহণের জন্য চাপ দিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়করা ও সভাপতিসহ সকলে ভোটের ব্যাপারে সম্মত হন। এসময় প্রধান অতিথি ফিরে আসেন এবং ভোটের ব্যবস্থা করেন। পরে ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজের বাসায় ভোটগ্রহণ হয় এবং ৪৫ জন কাউন্সিলর ভোট দেন। এসময় ২৪ ভোট পান শাহেন শাহ ও ২১ ভোট পান নূর মোহাম্মদ পনেছ। পরে সবাইকে নিয়ে ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, কাউন্সিলে ভোটগ্রহণ হয়েছে এবং শাহেন শাহ ২৪ ভোটে জয়লাভ করেছেন। এর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানা। এদিকে নানা নাটকীয়তার পরেও শাহেন শাহকে বাদ দিয়ে একতরফাভাবে থানা কমিটি না পারাকে তৃণমূল বিএনপির সফলতা হিসেবে দেখছেন নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা