আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৭

বিএনপির পর আসছে যুবদলসহ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

ডান্ডিবার্তা | ১২ জুন, ২০২৩ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুন। দিনটিকে ঘিরে কাউন্সিলের জন্য ১৪ বছর ধরে মুখিয়ে থাকা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবমূখর পরিবেশ। এদিকে কাউন্সিলের পর পরই আসছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি। ইতোমধ্যে কমিটিকে ঘিরে পদ পেতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন দলটির পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এর মধযে বর্তমান নেতাসহ প্রতিটি ইউনিটে অন্তত ডজনখানেক করে নেতা লবিং তদবির করে যাচ্ছেন। দলীয় সুত্রমতে, জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির জন্য আলোচনায় আছেন বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, যুগ্ম সম্পাদক শাহ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্তত ডজনখানেক নেতা। মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আলোচনায় আছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সাবেক ছাত্রদল নেতা কামাল উদ্দিন মির্জা জনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হামিদুর রহমান সুমনসহ অন্তত ডজন খানেক নেতা। জেলা যুবদলের জন্য আলোচনায় আছেন জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনি, সাদেকুর রহমান, শহিদুর রহমান স্বপন, আমিরুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম ভুঁইয়া, নূরে ইয়াসিন নোবেল, আমিনুল ইসলাম প্রিন্স, হারুনুর রশীদ মিঠুসহ অন্তত ডজনখানেক নেতা। মহানগর যুবদলের জন্য আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম জোসেফ, বর্তমান সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সাগর প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদসহ অন্তত ডজনখানেক নেতা। দলের কেন্দ্রীয় সুত্রে জানা গেছে, ইতোমধ্যে এসব কমিটি নিয়ে কাজ শুরু করেছে সংগঠনগুলোর কেন্দ্র। এর মধ্যে কিছু কমিটির কাজ অনেকদূর এগিয়েছে। এখন দলের সাংগঠনিক অবস্থা ও নেতাদের কার্যক্রমে সক্রিয়তা পর্যবেক্ষন করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এ কমিটি চূড়ান্ত করে ঘোষণা দেয়া হতে পারে। তবে কাউন্সিলকে সামনে রেখে আপাতত কমিটিকে ঘিরে কোন কোন্দল কিংবা ঝামেলা চায়না দল আর তাই কাউন্সিলের পরেই নেতাদের কর্মকান্ড আরো পর্যবেক্ষন শেষে কমিটির প্রক্রিয়া চূড়ান্ত করে কমিটি ঘোষণা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা