আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৭

জলাবদ্ধতার অভিশাপে ফতুল্লাবাসী!

ডান্ডিবার্তা | ১২ জুন, ২০২৩ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লাবাসীর জলাবদ্ধতা নামক অভিশাপের ভোগান্তির যেন শেষ নেই। এর মধ্যে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে রয়েছে বর্ষা মৌসুম ছাড়াই জলাবদ্ধতা ও বিভিন্ন সড়কগুলোতে খানাখন্দ নামক ভোগান্তি। সরেজমিনে ফতুল্লা, এনায়েতনগর ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে বর্ষা শুরুর আগেই বার মাস ব্যাপী মূল সড়ক সহ বিভিন্ন সড়ক খানাখন্দ ও পানিতে ডুবে থাকে। এর মধ্যে ফতুল্লার লালপুরের পৌষার পুকুর পাড় বর্ষা মৌসুমে রাস্তাঘাট সহ বাড়িতে হাটু কোথাও কোমর পানিতে ভরে যায়। তখন লালপুরবাসীর চলাচলের একমাত্র ভরসা নৌকা বা ভ্যানগাড়ি। বর্ষা মৌসুম ছাড়াও থাকে হাটু সমান পানি। ফতুল্লা শিবু মার্কেট থেকে পোষ্ট অফিসের সড়কে রয়েছে একাধিক খানাখন্দ, সেখানেও বৃষ্টি ছাড়াই জমে বিভিন্ন স্থানে স্থানে পানি। এদিকে ফতুল্লার ৫নং ওয়ার্ডের দক্ষিন সস্তাপুর ও বুড়ির দোকানের এলাকায় যেন অভিশাপ এলাকাবাসীর জন্য। সারাবছরই নর্দমার পানি পারি চলতে হয়। এবিষয়ে ২০২৩-২৪ সালের ৭ কোটি টাকার উপরে বাজেট ঘোষনা হলেও চেয়ারম্যানের নেই কোন সদয় এই জলাবদ্ধতায় ভোগান্তি এলাকাবাসীদের উপরে তাই নেই কোন জলাবদ্ধতা নিরসনের বাজেট। একই সমস্যায় জর্জরিত কুতুবপুর ও এনায়েতনগরইউনিয়ন পরিষদ। কুতুবপুর ইউপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে জালকুড়ি -পাগলা সড়কে একাধিক রাস্তায় রয়েছে ভাঙাচুরা ও বর্ষা মৌসুম ছাড়াই জমে থাকে পানি। কোথাও কোথাও সড়কের আরসিসি ঢালাইয়ের লোহার রড আছে বাহির হয়ে। এছাড়াও কুতুবপুর ইউপির ১নং ওয়ার্ড থেকে শুরু করে ৯নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এলাকায় ভোগান্তি শিকার হতে হচ্ছে জলাবদ্ধতা নামক ভোগান্তির। তবে কুতুবপুর ৮ ও ৯নং ওয়ার্ডে বেশি জলাবদ্ধতার ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসীরা। ইউপি সদস্যদের কার্যালয়ের সামনে থেকে শুরু করে ৮নং ওয়ার্ডের তক্কারমাঠ, শিয়াচর, পাঁচতলা, পিলকুনি জোড়া মসজিদ, পিলকুনি হিন্দুপাড়া ও ৯নং ওয়ার্ডের লালখা, রামারবাগ, লামাপাড়া ও শিয়াচরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও ভাঙাচুরা সড়কে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের। তাছাড়াও কুতুবপুরে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম খান সাহেব ওসমান আলী স্টেডিমানও জলাবদ্ধতা নামক অভিশাপের শিকারে জর্জরিত হয়ে আছে। এনায়েতনগরের বিসিক এলাকা, হরিহরপাড়া সহ একাধিক রাস্তা ভাঙাচুরায় খানাখন্দ ও পানি জমে থাকে। চলতি বছরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৪ সালের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষনাকালে এক বক্তব্যে ফতুল্লা ইউপির জলাবদ্ধতার সমস্যার মূলে সেনাবাহিনীর অযোগ্যতা ও কাজের অবহেলাকে উল্লেখ করব চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপন বলেন, ফতুল্লার জলাবদ্ধতার মূলে আছে ডিএনডি প্রকল্প। আর সেনাবাহিনী তিন বছরের কাজ দশ বছর লাগিয়ে করছে তাই ফতুল্লা জলাবদ্ধতা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন জলাবদ্ধতার অন্যতম কারন হিসেবে ইউপি চেয়ারম্যানরা দেখাচ্ছেন ডিএনডি প্রকল্প ও সেনাবাহিনীর কাজের ধীরগতিকে। এদিকে ফতুল্লার লালপুরবাসীর দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতা, কুতুবপুর ও এনায়েতনগর একই সমস্যায় সম্মুখীন। সেই সাথে রয়েছে বিভিন্ন সড়কে খানাখন্দ। লালপুর সহ ফতুল্লা বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও সড়কের খানাখন্দের নিরসনে কোন ভূমিকা নিচ্ছেন কিনা জানতে ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে এমপি সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আজও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল দাদা আমাদের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে কাজ সম্পন্ন করারও তাগিদ দেন। কুতুবপুর ইউপির বিভিন্ন ওয়ার্ড জলাবদ্ধতা ও সড়কে খানাখন্দ নিরসনে কোন পদক্ষেপ গ্রহন করছে কিনা চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা কাজ নিয়েছি হাতে। এর মধ্যে রেললাইন, নয়ামাটি, দেলপাড়া কাজ চলছে। কুতুবপুর ৮নং ও ৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে মেম্বাররা এখন পর্যন্ত অভিযোগ করেনি আমাকে। করলে আমরা পরিকল্পনা গ্রহন করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা